বুধবার, 25 আগষ্ট 2021 20:18

সৃষ্টি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সৃষ্টি 

সারাদিন ধূসর মেঘ মনে ভীষণ যেনো গুমোট 
কবিতা এখনো বৃষ্টি পায়নি হাতে নিয়েছে রিমোট। 

সারাদিন চ্যানেল বদল আকাশ, নদী, বন 
ব্যস্ত শহরে কাটে বেলা মনে তার অরন্ধন। 

বিকাল গড়িয়ে গোধূলি ছুঁলো আমার ছাদে বৃষ্টি 
কবিতা ভাঙলো অনেক সিঁড়ি ঘর্মাক্ত মুখ মিষ্টি। 

জড়িয়ে ধরলো কবিতা আমায় মেজেন্টা রঙের আকাশ 
কচু পাতাটা যে ভিজে ওঠেনি, তাই একটু যেন হতাশ। 

বৃষ্টি মেখে বলল কবিতা, প্রেমের রঙ ধূসর
বৃষ্টি কেন স্বচ্ছ হলো ও তো মেঘেরই দোসর!

রিমঝিমেতে ভিজলো কবিতা রঙিন হলোতো মন 
চিলেকোঠার ঘরে দু পাত্তি খেলি ইস্কাবন, হরতন। 

ছাদের দেওয়াল তখনও গরম চারিদিকে সোঁদা গন্ধ 
কবিতা বলল অবুঝ হয়ো  না মনে রেখো না কোনো দ্বন্দ্ব।

এমন সময় দিনের ছুটি অঝোরে নামলো বৃষ্টি 
কবিতা ঠোঁট আমার গালে কলমে নামে সৃষ্টি।            
            
312 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 আগষ্ট 2021 23:11
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক UEONOE বুধবার, 05 জুলাই 2023 19:15 লিখেছেন UEONOE

    best site to buy priligy canada Library quality was assessed using a Fragment Analyzer Instrument and libraries were quantified by qPCR using the kit KAPA KK4824, on the QuantStudio 6 of Thermo Fisher Scientific

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.