বৃহষ্পতিবার, 26 আগষ্ট 2021 00:58

আসবে কি এমন দিন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আসবে কি এমন দিন 


আকাশ সাগর মেঘের রঙে কি রঙিন 
মানুষের মন রাঙানো কী স্বপ্নের দিন!
আরও কি আসবেরে মন.. এমন দিন 
পৃথিবীর বুকে এখন সবে যে স্বপ্নহীন।

ঢেউয়ের তালে প্রেমিক কি উদাসীন 
প্রিয়ায় চোখমুখে প্রেমে আহা রঙিন! 
সাগরের বুকে যুগলবন্দী প্রেমের দিন 
হারিয়ে গেছে সব রঙ এখন বর্ণহীন। 

বিষাদের নীল রঙ কেটেছে সেই দিন 
সাগর আকাশ হয়েছিল প্রেমে রঙিন,
ছুটে আসতো লক্ষ প্রেমিক সেই দিন 
তমালিকা! আসবে কি... এমন দিন?

০২/০৭/২০২১
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
311 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:53
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক HXwViWAR বৃহষ্পতিবার, 23 নভেম্বর 2023 18:51 লিখেছেন HXwViWAR

    finasteride propecia There prevagen interactions with diabetic medicines Drugs 4 Diabetes are also some terrifying ancient fairy beasts, and they are equivalent to saints when they are born

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.