মঙ্গলবার, 17 মার্চ 2015 12:31

কথা হবে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                প্রিয়া কথা হবে সুদূর কোনো-
শ্রাবণের স্নিগ্ধ জোৎস্নায়।
কথা হবে কোনো বসন্ত কাননে-
পথ-প্রান্তর যবে ছেয়ে রবে কোমল কৃষ্ণচূড়ায়।

কথা হবে আবার বহুদিন পরে-
প্রজাপতির ভীড়ে পল্লী ঘেরা হলদে সর্ষেক্ষেতে।
প্রিয়া আসিব বারবার,অবাক নয়ন তোমার-
দেখা হবে সেদিন গভীর প্রণয়ে।
 
এরপর দেখা হবে গ্রীষ্মের তাপদাহে-
সেথা আম্রমুকুলে রবে তোমারি ছায়া।
ঘর্মাক্ত আমি যাচিব কোমল বায়ু-
সেদিন কি দিবে ধরা?নাকি র'বেই অধরা?
 
এরপর হয়তো কেটে যাবে দিনের পর দিন-
কালের গর্ভে হবে বিলীন অনাগত অতীত।
সেদিন হয়তো জেনে যাবে প্রকৃতি-চঞ্চল পক্ষীকুল
দক্ষিণের জানালায় তোমারি প্রতীক্ষায় রব ব্যাকুল।
1057 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 17 মার্চ 2015 22:18
শেয়ার করুন
নিউটন বাঙালী

নামঃ নিউটন। জন্মস্হানঃমেহেন্দীগঞ্জ উপজেলা, বরিশাল। পেশাঃ ছাত্র। অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ফেসবুক আইডি লিংকঃ মুঠোফোনঃ +8801738017891

এই বিভাগে আরো: « কবির জন্য নহে মা »

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.