সোমবার, 16 মে 2022 12:18

অর্থের লিপ্সা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অর্থের লিপ্সা। 

টাকায় অন্ধ     হারায় ছন্দ 
   শুধুই লিপ্সা ধনে,
সেইতো বন্য    নই তো ধন্য
   ঘৃণ্য মানব মনে।

সুখের জন্যে    হয় সে হন্যে
   হত্যা করে শত,
পাপের অর্থে    গড়ে সে মর্তে
  অট্টালিকা যে কত।

হারাম রক্ত    শরীরে পোক্ত 
  মরার চিন্তা নেই,
কুঁচকে চর্ম    বুঝবে মর্ম
  পড়ন্ত বেলা যেই।

রিপুর সঙ্গে    চলছো রঙ্গে
  লিপ্সা অহম মিছে,
করছো গর্ব    হবে তা খর্ব
  মিথ্যা মায়ার পিছে।

দুর্নীতিবাজ    শিরে পরো তাজ
  আড়ালে ঘৃণ্য পাপ,
শতো যে মাস্তি  পাবে তা শাস্তি 
  ভেবে চেয়ে নাও মাফ।            
            
396 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মে 2022 23:55
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক lWVbCR মঙ্গলবার, 04 জুলাই 2023 07:16 লিখেছেন lWVbCR

    If you do not wish to receive this newsletter, you can unsubscribe anytime levitra prix baisse First reported by Townsend et al

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.