পনে দুই বিঘা জমিযা ছিল মোর নামে,কাপাল যে আমার কাক পড়েনাসেটুকু ও গেল বামে।আরে মশাই, কপাল কি আরমানুষের এমনি এমনি পোঁড়ে,সেতো পোড়ে মাত্রলোভের কবলে পড়ে।আদম ব্যাপারী এলো একচিনি না'কো তারে,লোভের পসরা সাজিয়েকোথাথেকে যেন এলো মোর দ্বারে।কতশত আশার রঙিন ছবিসম্মুখে ধরল আমার মেলে,আমারও স্বপ্ন পিয়াসি মনগেলাম তাতে ভুলে।জায়গা জমি বেছিলাম সবিকরিলাম কিছু ধার,আদম ব্যাপারী সবি নিলরইল না কিছু অার।সর্বস্বহারা পাগল এক পথিক আমিপথে পথে গাই গান,আঁধারে ভরেছে জীবনভিক্ষায় ভিক্ষায় চলেছে প্রাণ।
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা

নাহিদুর রহমান( নাহিদ)
মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'।
নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা
3 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
মঙ্গলবার, 31 মার্চ 2015 14:07 লিখেছেন হুমায়ুন আবিদ
ভাল লিখেছো দাদু ধন্যবাদ তোমাকে
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 30 মার্চ 2015 17:14 লিখেছেন সীমান্ত মুরাদ
পশ্চিম বঙ্গীয় ধারায় রচিত এক অসামান্য কবিতা উপহার দিয়েছেন কবি আমাদের ৷ অসংখ্য ধন্যবাদ কবিকে ৷
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 30 মার্চ 2015 16:18 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
বেশ চমৎকার লেখা দাদু বানানের প্রতি যত্ন নেবে।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.