মঙ্গলবার, 31 মার্চ 2015 05:15

জাগরে তোরা নতুন করে

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                
 
ভোর হয়েছে ঐ শোনা যায় আল্লাহ নামের আজান ধ্বনি 
জাগরে তোরা ঈমান বুকে আনতে আলোর জিন্দেগানী
দেখ চেয়ে দেখ চতুর্দিকে শত্রু ঘেরা এই ধরা তোর
শত্রু থেকে বাঁচতে হলে আনতে হবে ঈমানী জোর
অস্ত্র দিয়ে পারবিনারে অস্ত্রে ওরা জগৎ সেরা
ঈমান নিয়ে জাগরে আজি মোহাম্মাদের সৈনিকেরা। 
 
জাগরে আজি ওহুদ-বদর-খন্দকের ঐ রাসুল সেনা
ইসলাম নয় রঙ তামাশা নয় তো কারো টাকায় কেনা
ইসলাম হলো শ্রেষ্ঠ সবার, তারপরও যে রঙ্গ করে 
তার দুনিয়া দে মুছে, দে স্বপ্ন সকল ভঙ্গ করে
খোদার কোরআন যে মানেনা, উল্টা করে বিরুধিতা 
মুসলিম সে নাইরে আজি শিঘ্রই তার জ্বালরে চিতা। 
 
কে সে রাজা! রাজ্য গড়ে মুসলমানের রক্ত দিয়ে
ওমর হয়ে যুদ্ধ কর আজ বুকে শক্ত ঈমান নিয়ে
ভাংরে আজি মুসলমানের রক্তে গড়া রাজ্য-তালা
ভয় ভীতি সব দাফন করে চতুর্দিকে অগ্নি জ্বালা
খোদাদ্রহী রাজার প্রাসাদ দে গুড়িয়ে প্রলয় ঝড়ে
নয়াজামানার বিদ্রোহী বীর জাগরে তোরা নতুন করে। 
 
সাঁঝের আজান দিতে হবে ঐ দেখা যায় মিনার-চূড়া 
যুগের বেলাল কইরে আজি দ্বীন ইসলামের নিশান উড়া। 
 
***আল্লাহ জানে! এমন কবিতা লেখতে লেখতে কোনদিন আবার কি মুসিবতে পড়ি....
সমস্যা নেই, আমার কবিতাতেই তো আছে..
"আমি ভয় করিনাতো জেল-কারাগার-মৃত্যু-কিংবা কষ্ট"
888 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.