সোমবার, 20 এপ্রিল 2015 06:59

কবিতার সন্ধ্যানে

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                রাতের গাঢ় অন্ধকার থেকে
শুরু করে নভোনীল সাগরের
উত্তালে ;সবুজ দিগন্তে ছায়াছন্ন
দৃষ্টি মেলে চেয়েছিলাম কবিতার
সন্ধ্যানে ;লিখবো একটি কবিতা ।
নীলাম্বের পরতে-পরতে লাল-
সাদা মেঘের ভাঁজে-ভাঁজে;
সূর্যতারা বিঁথীর অভয়া অরণ্যে
অনবদ্য কথার মিষ্টি গাঁথুনিতে
চেয়েছিলাম একটি কবিতা ।
অথছ ;সময়ের নির্মম আঘাতে
আমার আকাশ কালো হয়ে গেছে ।
তবুও আমি সচেতন ;রোজ যখন
রাত্রি শেষে কণকলতা,মুক্ত পালক,
পাতা অবরিত ঝরে পড়ে
শিশির নিঃসৃত শুভ ভোরে
তখনো লিখতে চেয়েছি
শৈল্পীক হাতে একটি কবিতা ।
সময়গন্থির সনাতন বিদ্বেষের
ক্লান্তি মাড়িয়ে নীলকণ্ঠ
পাখির পালকে-পালকে ।
পৃথিবীর যত গ্লানি নির্ঝরিত
প্রাণে রক্তনদী হয়ে সজ্জন
সোনালী রৌদ্রে মিশে সহজে
প্লাবিত করছে আমাকে ।
নক্ষত্রের স্রোতে ভেসে যাচ্ছে
সব কবিতা,সব শব্দ ঝংকার
সুবর্ণ নারীকে ভালোবেসে ।            
            
752 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.