বৃহষ্পতিবার, 21 মে 2015 02:31

রক্তজবার কাছে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সেদিন রাতে ঘুমি
স্বপ্নে দেখি আমার কাছেই আসছো ফিরে তুমি
আসছো তুমি কাঁদছো তুমি দুচোখ ভরা জলে
তোমায় দেখে চমকে উঠি অবাক হওয়ার ছলে
জল ভরা চোখ একটু মুছে বললে 'করো ক্ষমা
শপথ করে বলছি আমি তোমার প্রিয়তমা।' 

তোমার দিকে চেয়ে 
খুঁজে পেলাম সেই তোমাকেই কতো সুইট মেয়ে
আপন হাতেই মুছে দিলাম তোমার চোখের পানি
দুহাত দিয়ে আগলে ধরি তোমার বদনখানি 
কষ্ট হাসি হাসলে তুমি বললে আমায় ধরে
"কবি তুমি আমাকে ফের নাওনা আপন করে।

আমার হাতটি ধরো
যেথায় ইচ্ছে নিয়ে চলো আমায় আপন করো,
ভুল করেছি কবি আমি তোমাকে ভুল বুঝে
তাইতো আবার ফিরে এসে তোমায় নিলাম খুঁজে
আর দেরি নয় তাড়াতাড়ি চলো আমায় নিয়ে
এই এখনি হয় যেন গো তোমার আমার বিয়ে।"

আমি অবাক মনে 
কোথায় যেন হারিয়ে গেছি উদাস হাওয়ায় সনে
সেই তুমি আজ আসবে ফিরে ভাবিনিতো কভু
হয়তো আমার ভাগ্যে তোমায় রেখেছিলেন প্রভু
তাইতো আমি তোমার কথায় তোমার হাতটি ধরে
আবার তোমায় নিলাম প্রিয়া অনেক আপন করে।

বাসছি তোমায় ভালো
পড়লো আমার চোখে মুখে সকাল বেলার আলো
ঘুম ভেঙেছে, স্বপ্ন ছিলো, আমি হলাম বোকা
স্বপ্ন যেন 'তুমি' হয়ে আমায় দিলো ধোঁকা 
উঠলো কেঁদে হৃদয় আমার, কই তুমি আজ কই?
তোমার জন্য আজো আমি একলা বসে রই। 

হলাম এলোমেলো 
তোমার চোখের জলও যেন আমার চোখে এলো
আমার চোখের জলে প্রিয় অনেক স্মৃতি আছে
ছুটে গেলাম ফুল বাগানে রক্তজবার কাছে
সেইতো এখন আমার সকল দুখের কথা শোনে
হয়তো আবার আমার দুখেই কাঁদে মনে মনে।            
            
816 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

এই বিভাগে আরো: « স্মৃতিপট প্রিয়ন্তী »

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.