কবিতা

কবিতা (2565)

শনিবার, 20 জুন 2015 00:23

আমার দেশ

লিখেছেন
আমার দেশ

মা আমার
মাটি আমার
বাংলা আমার প্রাণ-
মাঠে মাঠে
ফসল ফলে
কিষাণ কাটে ধান।

শষ
শনিবার, 20 জুন 2015 00:22

শুক্রানুর কান্না

লিখেছেন
শুক্রানুর কান্না

আঁধার আস্তরণ শুভ্র নীলাকাশ
প্রেমের প্রমত্ত প্রলয়ে ভৈরবী বাতাস-
শুক্রবার, 19 জুন 2015 20:06

ছাই ফু- ২৭

লিখেছেন
টাইগার মোস্তাফিজের গায়ে আঘাত ই বলে দিচ্ছে
ধনীদেরে টাইগাররা এবার কেমন খেঁচাই খিঁচে
শুক্রবার, 19 জুন 2015 18:04

ব্যস্তমূখর দিনলিপি

লিখেছেন
সারাদিন অফিস শেষে
রিক্সার হুট নামিয়ে উদাস 
হাওয়ায় বিলিয়ে দেই ক্লান্তির শরীর।

ব্য
শুক্রবার, 19 জুন 2015 02:08

আসছি দেশে

লিখেছেন
পল্লবী তুই গাথিস মালা
          আসছি আমি দেশে ,
কাধন-বাধন ছিন্ন করে
         হাঁসছি অবশেষে ।

 আ
বৃহষ্পতিবার, 18 জুন 2015 21:02

তুমি আসবে বলে সেদিন

লিখেছেন
তুমি আসবে বলে সেদিন
ভীরু চোখে সারা দিনমান
তোমার পথ চেয়ে রইলাম
তোমাকে নিয়ে কত কবি
বৃহষ্পতিবার, 18 জুন 2015 11:45

বৃষ্টির কানে কানে

লিখেছেন
ছল জল ধারায় ঝরেছে বৃষ্টি,
সখি সে'যে আছে চেয়ে অপলক দৃষ্টি।
পবনে পাতা নড়ে হিংসে গগন
সা
বুধবার, 17 জুন 2015 16:46

ধান চাষী

লিখেছেন
উৎপাদনে 
খরচ বাড়ে
অর্থনীতি পান চিবায়।

ধানের কুণে
তেল ভালো হয়
মেল মালিকে খুব ভা
পাতা 161 এর 214