কবিতা

কবিতা (2565)

বৃহষ্পতিবার, 21 মে 2015 02:31

রক্তজবার কাছে

লিখেছেন
সেদিন রাতে ঘুমি
স্বপ্নে দেখি আমার কাছেই আসছো ফিরে তুমি
আসছো তুমি কাঁদছো তুমি দুচোখ
বুধবার, 20 মে 2015 22:12

স্মৃতিপট

লিখেছেন
স্মৃতিপট 

স্মৃতির বেড়িবাঁধ খুলে দিয়েছি
ফুরুৎ ফুরুৎ
আহত স্মৃতিগুলো উড়ে যাচ্ছে
ক্
বুধবার, 20 মে 2015 14:27

স্বপ্ন দেখতে নেই

লিখেছেন
তখন বয়স কতইবা ছয় কিংবা সাত
কিংবা তারও একটু বেশী 
মনে পড়ে একদিন 
মায়ের গলা জড়িয়ে বলেছ
মঙ্গলবার, 19 মে 2015 17:08

বৈধতার শিকল

লিখেছেন
বৈধতার শিকল

অধরা চেয়ে দেখি সমাজের তিক্ততার স্বাদ
ঘন অমানিশায় ভরে গেছে করুণ বিষাদ,
মঙ্গলবার, 19 মে 2015 16:04

স্বপ্ন

লিখেছেন
স্বপ্ন দেখি আমি
কোকিল হয়ে,
বসন্তের আগমনীবার্তা
পুরো পৃথিবীকে শোনাব ।
ঝরনা হয়ে 
পা
মঙ্গলবার, 19 মে 2015 15:32

শিশির

লিখেছেন
ঝরা শিশির ঝরে ঘাসে,
সুর্য্য সেথা মুচকি হাসে।

কচি ঘাসের নরম ডগায়,
সবুজ পাতা খাদ্য জ
মঙ্গলবার, 19 মে 2015 07:52

রাত্রি

লিখেছেন
সনেট কবিতা

রাত্রি

নিথর রাত্রি মৌন চুপ; চোখ জুরে
অধর ক্রান্তি। ঝুম-ঝুম বৃষ্টি শেষে
মঙ্গলবার, 19 মে 2015 01:51

জয় বাংলার জয়

লিখেছেন
হাতের বাঁধন খুলে দে মোর, লিখবো নতুনের গান, 
মুখের বাঁধন খুলে দে মোর , গাইব মুক্তির গা
পাতা 170 এর 214