কবিতা

কবিতা (2565)

সোমবার, 20 এপ্রিল 2015 13:53

অবহেলার ফল।

লিখেছেন
ময়না টিয়া,
সঙ্গী তারা।
একদা টিয়া বললো ময়নার সনে-
আমি একটু ঘুরে আসি,
তুমি থাকো এখান
সোমবার, 20 এপ্রিল 2015 09:51

এ কী দেখি!

লিখেছেন
শাড়ির আঁচলে গণতন্ত্র-
গরম উনুনে মরণ যন্ত্র।

তীব্র তাপে কঠিন চাপে-
চলার সাথে রাজ পথ
সোমবার, 20 এপ্রিল 2015 09:20

কে কার ?

লিখেছেন
মানসিকতার বিপর্যস্ততার
পূর্ণ ঘূর্ণনের যে
আকস্মিকতা প্রতীয়মান ৷

তা আমার নয় ৷
আমা
সোমবার, 20 এপ্রিল 2015 08:15

আমি প্রেমিক হবো

লিখেছেন
আমার মন বলে
একখন্ড পাথর এনে দে, 
আঘাত খেলে খেলে
বুকের পাঁজরে ফুল ফুটাবো
আমি প্রেমিক 
সোমবার, 20 এপ্রিল 2015 06:59

কবিতার সন্ধ্যানে

লিখেছেন
রাতের গাঢ় অন্ধকার থেকে
শুরু করে নভোনীল সাগরের
উত্তালে ;সবুজ দিগন্তে ছায়াছন্ন
দৃষ্
রবিবার, 19 এপ্রিল 2015 16:32

নিশি রাতে টকশো

লিখেছেন
নিশি রাতে টকশোতে কত ধাচের কথা শুনি-
আসলে শুধু রাতভর নীল আকাশের তারা গুণি।
মুক্ত কথা 
রবিবার, 19 এপ্রিল 2015 14:19

শুধু একবার

লিখেছেন
আকাশের মিটি মিটি তাঁরা গুলোকে 
তোমার হাতে এনে দেবো ,
তুমি যদি এসে বসো
স্নিগ্ধ স
রবিবার, 19 এপ্রিল 2015 12:36

কবিতার জন্য

লিখেছেন
আমার কবিতার জন্য ওদের মাথা ব্যথা 
ঘুম নেই কারো চোখে,
আমার কবিতার জন্য যুদ্ধ শত
বেচে 
পাতা 183 এর 214