শুক্রবার, 01 জানুয়ারী 2016 01:50

উপমার ভাষা খুঁজি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                .
উপমার ভাষা খুঁজি 
এমদাদ শুভ্র
.
তুমি চঞ্চলা বৃষ্টির ছন্দ তুলে
হাসিমুখ দৃষ্টিতে ভরালে এ মন
উপমার ভাষা খুঁজি হৃদয় মূলে
হতবাক আমি! বলো- বোঝাই কেমন?
.
যদি এক প্রচণ্ড প্রলয় হয়ে আসো
দ্বিধা নেই এতোটুকু হতে ঝরাপাতা 
একটি পলকও যদি শুধু ভালোবাসো
পাবে সুর অনাগত কবিতার খাতা
তুমি তাই- এ হৃদয় চেয়েছে যেমন
হতবাক আমি! বলো- বোঝাই কেমন?
.
প্রীতিময় মনকাড়া মিটিমিটি তারা 
আকাশের বুক চিরে উঁকি দিলে যেই
স্নিগ্ধ আলোর প্রেমে আমি দিশেহারা
নির্ঘুমে রাত জেগে খুঁজেছি যাকেই 
তুমি সেই তারাফুল- হৃদয়ে তেমন
হতবাক আমি! বলো- বোঝাই কেমন? 
.
অফিস, 1/1/2016 1:13:07 AM
...            
            
669 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.