সোমবার, 04 জানুয়ারী 2016 23:17

ষোল কোটি জনতার দেশ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                .
ষোল কোটি জনতার দেশ
এমদাদ শুভ্র
.
ষোল কোটি জনতার দেশ
বত্রিশ কোটি হাত
বত্রিশ কোটি পা
খোঁজে রোজ দিনরাত
কম্বল, কাবিখা 
বেদনাতে বাড়ে বিদ্বেষ
ষোল কোটি জনতার দেশ
.
রাস্তার নাম আছে, আছে নাম ভবনের
জনতার চেয়ে বেশি দাম তেল লবণের
বদলায় রাস্তা ও ভবনের নাম দেখি
একি?
দিনে দিনে জনগণ শেষ
ষোল কোটি জনতার দেশ 
.
একদিন চোখ ফুটে যাবে
একদিন হাত মুঠো হবে
একদিন পা গড়বেই মূলপথ
একদিন এই ষোল কোটি 
খুলে পায়েরই চটি 
দেখাবে সাহস-হিম্মত
বদলাবে সেদিন পরিবেশ
ষোল কোটি জনতার দেশ
.
অফিস, 04/01/2016 10:02:11 PM
...            
            
868 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.