শুক্রবার, 04 নভেম্বর 2016 18:27

যদি ফিরে আসতে চাও

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যদি_ফিরে_আসতে_চাও
 - Moni Jewel
যদি ফের ফিরে হাতটি ধরো
(যদি)ফের ভালোবাসতে চাও
জেনো, আমি সেই যেমন ছিলাম। 
এসো, যদি ভালবাসতে চাও। 

আছে সেই উদাস জীবন, আর ভালোবাসা
সেই পাখি নিশাচর, রাত জাগা ভোর।
সেই এক কাঙাল ঘর,(আর) প্রেমের যাপন।
আছে মনে কথোপকথন, আর ভালোবাসা। 

তবু যদি ফের জড়িয়ে ধরো 
(যদি) ফের ভেসে যেতে চাও
মুছে দাও ও. মনের যত সংকোচ।
এসো, যদি ভেসে যেতে চাও। 

সেই একই মাতাল নাও, শুধু ভেসে যাওয়া
সেই মত্ত হার্মিট, প্রেমের নেশা ঘোর।
নেই শুধু মন, মনে মনের সেই আলাপ ।
তুমি নেই, শুন্য পকেট, শুধু ভেসেই যাওয়া।
     Dhulian/041116/0420pm            
            
516 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক wEqsYsNIF মঙ্গলবার, 07 নভেম্বর 2023 12:05 লিখেছেন wEqsYsNIF

    While they may be psychologically stimulating, they can cause delusional beliefs about an athlete s physical prowess and abilities that lead him to act in reckless ways buy cialis online cheap Polycystic ovary syndrome PCOS is a metabolic syndrome, characterized by anovulation, hyperandrogenism and polycystic ovary

  • মন্তব্যের লিঙ্ক qigZtR বৃহষ্পতিবার, 06 জুলাই 2023 04:12 লিখেছেন qigZtR

    cialis viagra combo pack Codeine Cough Syrup Lower Blood Pressure

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.