শুক্রবার, 18 নভেম্বর 2016 19:18

সে রাতে কবিতার সাথে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সে_রাতে_কবিতার_সাথে
 - Moni Jewel
তখন শহুরে মাঝরাতের স্ট্রিট লাইট জ্বলছিলো ।

শার্সি বেয়ে পড়ছে একমুঠোআলো তোমার গায়ে
আমি দেখছিলাম
আমি তোমাকেই দেখছিলাম। 

ভোরের সোনালী আলো পর্বতশৃঙ্গে 
যেমন সাজে
তেমনই সেজেছিলো- 
তোমার ওই বক্ষ পিনাগ্র বৃন্ত
যেন কোনো মোহন মায়ায় সে আলো জ্বলছিলো

ওহ্হো সে কি যে মাদকতা! 
                    
চাদর খামচে ধরে, এলিয়ে দিচ্ছো 
তোমার শরীর 
আমি দেখেই যাচ্ছি! 
অতঃপর তুমিই নেমে এলে
বুকে ধরে নিয়ে গেলে। আমি নামতেই থাকলাম!

ক্রমশই ডুবে যাচ্ছি
একে একে খসে যাচ্ছে আবরণ.............
প্রেমে কামে শৃঙ্গার অনুক্রমে 'আমি' ডুবে গেলাম ।

জাগলাম তখন সদ্য ভেজাচুল উষসী হাসছিলো।
   ।। 181116/0200দুপুর/DHULIIAN ।।            
            
520 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক cEQfEhD বৃহষ্পতিবার, 13 জুলাই 2023 09:12 লিখেছেন cEQfEhD

    One after another, the power of the true dragon also erupted from this moment buy cialis canada pharmacy Do not block the airflow with your tongue

  • মন্তব্যের লিঙ্ক মোঃ নাজমুল কবির শনিবার, 19 নভেম্বর 2016 13:53 লিখেছেন মোঃ নাজমুল কবির

    ক্রমশই ডুবে যাচ্ছি
    একে একে খসে যাচ্ছে আবরণ.............
    প্রেমে কামে শৃঙ্গার অনুক্রমে 'আমি' ডুবে গেলাম ।

    জাগলাম তখন সদ্য ভেজাচুল উষসী হাসছিলো।
    ভেসে উঠতে পেরেছিলে, খুব ভালো লেগেছে

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.