সোমবার, 19 ডিসেম্বর 2016 00:49

জীবন মৃত্যুর মাঝ বরাবর

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                #জীবন_মৃত্যুর_মাঝ_বরাবর
 -Moni Jewel(মণি জুয়েল) 
হামকো কিসি কি গম নে মারা, ইয়ে....কাহানী ফির সহি-
যখন আমি একাকিত্বের বিষনিঃশ্বাসে
পুড়ছি
যখন আমার শোকে মায়াময় বাঁশপাতা
থেমে গেছে ।
তারা'রা কাঁদে, শূন্যে যখন গুমোট শূন্যতা, 
ঠিক তখনই 
আয়ানেরবুকে নুর জ্বেলেযাচ্ছে, নীলজোছনা । 
ঘন ঘন শ্বাসে,
শিৎকারে ও..পৃথিবী রঙীন ।
সুখের তারারা সম্ভোগ সুখের সাক্ষি ।
এপাড়ে তখন আমার পৃথিবী ধসুর, বিষশ্বাসে-
না মরণ না জীবন । না আমার আমি, না আমার সে! 

চোখের সামনে ভেসে ওঠা সেইরাত-
ওহ্হো সে রাত! 
জোছনায় ভিজেছিলাম আকন্ঠ, যেমন পস্বিনী সিন্ধে!

দিলয়ালে, মুঝে ক্যা দেখ রহে হো? তুমারা ভি ইয়ে সহি ।
    ।। 18/12/16/ধুলিয়ান/রাত11টা ।।
×গুলাম আলি সাহবের গানের একটা লাইন নিয়েছি×            
            
516 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

এই বিভাগে আরো: « খেয়ালী খেয়ালে বলো না »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক dNCmsvGXy শনিবার, 15 জুলাই 2023 01:02 লিখেছেন dNCmsvGXy

    I am 4 dpiui and starting 100mg progesterone 2xDay took viagra and it didn't work On Monday, 13 would be migrants drowned off the coast of nearby Sicily after their boat sank and they tried to swim to shore

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.