শুক্রবার, 21 জুলাই 2017 22:53

সম্মোহনী তরঙ্গে সম্মোহিত আমি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সম্মোহনী তরঙ্গে সম্মোহিত আমি
 - মণি জুয়েল(Moni Jewel)

ঝরে যাওয়া বৃষ্টির টিপ টিপ এখনও থামে নি
টিপ টপ টিপ টপ...
মন দিয়ে শুনছি আর ভাবছি তোমাকে

ঘড়ির কাটাও মিলিয়েছে তাল, 
সম্মোহনী শব্দের তরঙ্গে! 

শুনশান বাড়ির একলা ঘরে আমি,
দুরে ভেসে আসা ঘরামির বাঁশ কাটা শব্দে
হারিয়ে যাচ্ছি ক্রমশই, হারিয়ে যাচ্ছি, হারিয়ে...

প্রায় মুদে যাওয়া ঘোরপ্রায় দু' চোখের পর্দায়
গুমগুম হৃদ-স্পন্দনে, তুমি জেগে আছো 
সুরে ভেসে আসে দুপুরের আজান...

বীর্যের সমুদ্র্ত্থাল বিহার 
আর, নিঃশব্দতার শব্দে ভেসে-

আচ্ছন্ন আমি, বিভোর তোমাকে দেখছি
উম্ হুমম...হিস হিস
স্রবন শীৎকারে,ঝরে যাওয়া এখনও থামে নি
                                             
****20.07.2017-ধুলিয়ান-12:40দুপুর****            
            
576 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক TpwiRFQ রবিবার, 02 জুলাই 2023 10:06 লিখেছেন TpwiRFQ

    Independent risk factors for venous thromboembolism, as well as the magnitude of risk associated with each, are shown in Table 4 buy cheap cialis discount online

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.