রবিবার, 23 আগষ্ট 2020 19:43

আহ্বান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ~~আহ্বান~~

তোমারই আহ্বানে-শত ত্যাগ আত্মদানে, 
                ধন্য যে এ বঙ্গভূমি! 
বঙ্গেরই ইতিহাসে-থাকবে যে বীরের বেশে! 
              থাকবে চিরদিন তুমি! 

দেখিনি দু-চোখে-শুনেছি লোকমুখে, 
             তোমারি বীরত্ব 
আঙুলের ইশারা-দিয়েছিল সাড়া, 
        এই বাংলার সমস্ত!  

তুমি যে দীন-হীনের বন্ধু,  উদারতার সিন্ধু, 
               ত্যাগিছ নিজ অন্ন!
যখন দেখেছ দু,চোখে-জড়িয়ে নিয়েছ বুকে, 
            যারা অনাথ বিপন্ন! 

জাতির জন্য ত্যাগিছ সর্ব-নিজ স্বার্থ করে খর্ব!
                   হয়েছ নিপিড়ীত!  
হয়েছ যদিও শিকলপৃষ্ঠ, হওনিকো কভু পরাকাষ্ঠ! 
               হওনিকো কভু নত!

তোমার মাতৃভক্তি-যুগিয়েছে শক্তি, 
        সকল বাঙালির বুকে! 
তাইতো মাতৃ-পিতা,  ভগ্নী-ভ্রাতা, 
        ত্যাগিছে দেশের সুখে।

তবু পারিনি মোরা, তোমার যুগল চরণ জোড়া। 
              স্থায়িত্বে  এই বঙ্গে।
বিনিময়ে দিয়েছি কালরাত, ছুঁয়েছে নৃশংসতার কালোহাত
           রক্তাক্ত হয়েছ সর্বাঙ্গে! 

এই ঋণ কি করে শুধিব? কালো হাত কি করে বধিব?
               দাও মোদের শক্তি। 
বজ্রের ন্যায় ধ্বনিতে-কম্পিত সেই রণিতে!  
             দাও সেই উক্তি! 

মোরা সবাই জানি, তুমি মোদের ছেড়ে যাওনি!
            আছ বাংলার প্রহরী! 
সবুজে-শ্যামলে, মায়েরই কোলে
              জেগে আছ অহরী!

আবারও আসবে জানি-শোনাতে শান্তির বাণী!
                  বজ্রকন্ঠ সুরে! 
সুখেরও বীনাতে-আসবে যে শোনাতে! 
               দুঃখ গেছে দুরে।
 
সেই প্রতিক্ষায় এই মন, জেগে আছে সর্বক্ষণ!
            কখন বাজিবে সেই ঘণ্টা? 
কর্ণে দিয়ে তোমার মন্ত্র-ভঙ্গিতে সব ষড়য, 
          যদি যায় যাক প্রাণটা!            
            
472 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 24 আগষ্ট 2020 01:58
শেয়ার করুন
সোহাগ বিশ্বাস

সোহাগ বিশ্বাস একজন নবীন লেখক। তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার কুশলা গ্রামে ১০-১২-২০০১ ইং সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাশিনাথ বিশ্বাস, মাতা মিনতি বিশ্বাস। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সকলের ছোট। তিনি বর্তমানে গোপালগঞ্জে লালমিয়া কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছেন। তিনি নবীন হলেও তাঁর লেখায় ফুটে উঠে বাস্তব জীবনের চিত্র। তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয় দূর হবে এটি আশা করি।

সোহাগ বিশ্বাস এর সর্বশেষ লেখা

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.