শুক্রবার, 28 আগষ্ট 2020 15:26

আমার ধর্ম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                আমার ধর্ম 
        সোহাগ বিশ্বাস 

ধরা মাঝে আমি এক প্রাণী, 
মানুষ প্রজাতির! 
মানুষ নামে মোর পরিচিতি, 
মানুষের মাঝে নীড়।

আমার নেই কোনো জাতবৈচিত্র,
নেই কোনো ভেদাভেদ! 
বংশ -গড়িমা  বড় গোত্র, 
সবই যে শিরশ্ছেদ!

হিন্দু, মুসলিম কোনো ধর্মের,
 অনুসারী আমি নই!
মানুষ কর্ম,মানুষ ধর্ম 
জীবপ্রেমের কথা কই।

রত্নখচিত মসজিদ মন্দির, 
চর্চিতে  লাগেনা ধর্মালয়!
তুচ্ছ তম তপ্ত ধুলা, 
সর্বত্রই মোর উপাসনালয়। 

ঈশ্বর ভেবে পূজা করিনা 
ঐ মন্দিরের শিব!
আমার কাছে সেই ভগবান, 
যে রাস্তার ঘৃণ্য জীব!!

ভগবানকে পূজতে লাগেনা 
অমূল্য ধন - রতন,
ফলাসক্তি ত্যাগ করে 
থাকি কর্মে কর্তব্যপরায়ন।।

পরকালের স্বর্গ সুখ 
নেই মোর আশে,
ইহকালেতেই স্বর্গ -নরক  
অক্ষি সমুখে ভাসে!!!

মানুষই সত্য!  মানুষই ধর্ম! 
মানুষেই করি পূজা! 
আমার ধর্মে মানুষই ভগবান "
নেই দেব-দেবী বহুভুজা!!

যত্র জীব,তত্র শিব!
এই জ্ঞানে মজে থাকি!
বিবেকানন্দের অমর বানী,
সর্বদা মনে রাখি।

হিন্দু -বৌদ্ধ - ইসলাম -
খ্রিস্টান - জৈন- শিক,,,,
ভিন্ন স্হানে ভিন্ন ধর্ম 
আছে সহস্রাধিক। 

এসব ধর্ম সবার কাছে 
পায় যদি সম্মতি। 
আমার ধর্ম পালনে তবে 
নাই কোনো ক্ষতি। 

বড় মনে করে নিজ ধর্ম,
সকল ধর্মানুসারী! 
আমার ধর্মও সবার বড়! 
আমিও মনে করি।।            
            
473 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 28 আগষ্ট 2020 17:42
শেয়ার করুন
সোহাগ বিশ্বাস

সোহাগ বিশ্বাস একজন নবীন লেখক। তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার কুশলা গ্রামে ১০-১২-২০০১ ইং সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাশিনাথ বিশ্বাস, মাতা মিনতি বিশ্বাস। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সকলের ছোট। তিনি বর্তমানে গোপালগঞ্জে লালমিয়া কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছেন। তিনি নবীন হলেও তাঁর লেখায় ফুটে উঠে বাস্তব জীবনের চিত্র। তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয় দূর হবে এটি আশা করি।

সোহাগ বিশ্বাস এর সর্বশেষ লেখা

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.