রবিবার, 20 সেপ্টেম্বর 2020 16:24

শিক্ষা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                শিক্ষা

কী হবে সে বই পড়ে? 
যেটা মানুষের মন নেয় না হরে।

সেই বই পড়ে কী হবে? 
যেটা সৃজনশীলতায় হাত না বাড়াবে।

সেই বই পড়ে ভারী করো না মস্তক
হীনতার কাছে হয়ো না তুমি দত্তক! 

যে বই পড়লে হয় না মনের স্বাধীনতা রক্ষা, 
যে বই পড়লে মানুষ ভুলে যায় মনুষ্যত্বের 
  শিক্ষা! তাকে  ত্যাগ করো

উদরপূর্তি বিলাসী আশায়, শুধু স্বার্থের জন্য 
ছুটো না সে মগ্ন নেশায়, দুর করতে দৈন্য। 
  সে পথকে তুমি ছাড়ো।

সু-শিক্ষিত হবার লাগি কত ছলনার আড়ালে, 
লেফাফদুরস্তি দেখায়ে তুমি সম্মান অর্জিলে।
   এটাই এই শিক্ষার স্বভাব। 

দায়িত্বাবদ্ধ হয়ে তুমি কর্তব্যকে ছাড়লে,
সমালোচনার ভয়ে তুমি হীনতার কাছে হারলে। 
   ভবিষ্যতে পড়বে এরূপ প্রভাব। 

সমাজের বুকে প্রতিষ্ঠিত হলে, হলে গন্যমান্য ব্যক্তি,
বোকা সমাজকে দেখালে তোমার ভণ্ডামির ভক্তি। 

কিন্তু আপন বিবেকের কাছে পড়বে একদিন ধরা,
কী করলাম, কী করলাম আমি মনে দিবে এই সাড়া

শুধু সনদপত্রেই যায় না চেনা শিক্ষিত ব্যক্তিত্ব
শিক্ষিত তো সেই জন, যার আছে মনুষ্যত্ব। 

তাই থাকতে সময় ধরব না সে পথ 
গ্রহণ করব কঠোর শপথ, 
শিখবো না সে শিক্ষা! 

মনের স্বাধীনতা রক্ষা করে, 
সৃজনশীলের ধ্বজা ধরে, 
স্বশিক্ষিত হয়ে প্রয়োজনে দ্বারে দ্বারে করব ভিক্ষা!            
            
476 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 21 সেপ্টেম্বর 2020 09:00
শেয়ার করুন
সোহাগ বিশ্বাস

সোহাগ বিশ্বাস একজন নবীন লেখক। তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার কুশলা গ্রামে ১০-১২-২০০১ ইং সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাশিনাথ বিশ্বাস, মাতা মিনতি বিশ্বাস। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সকলের ছোট। তিনি বর্তমানে গোপালগঞ্জে লালমিয়া কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছেন। তিনি নবীন হলেও তাঁর লেখায় ফুটে উঠে বাস্তব জীবনের চিত্র। তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয় দূর হবে এটি আশা করি।

সোহাগ বিশ্বাস এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.