শনিবার, 27 ফেব্রুয়ারী 2021 14:01

বাসন্তী আবীর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বাসন্তী আবীর 

বাসন্তী মধুর বায়
          পরাণে দোলা দিয়ে যায়
    চকিত চঞ্চলা ধামিনি
    হিমেল শীতল যামিনী
          কুয়াশা ভেজা দুটি পায়।

পলাশ শিমুল রাঙা
          সুপ্ত প্রাণ চাঞ্চল্যে চাঙা
    পুষ্পিত পুষ্পে ভরপুর
    দিগন্ত জোড়া সুমধুর
          মিঠে রোদ আকাশ ভাঙ্গা।

পক্ষী কুলে গুঞ্জরণ
           সুপ্ত শীতল পরশন
    সুললিত স্বর্গীয় তৃপ্তি
    চিত্তহারী উজ্জ্বল দীপ্তি 
           লোমহর্ষক শিহরণ।

জনম জনম তরে 
          বাসন্তী সুখ ঘরে ঘরে
    আনন্দ উল্লাস অন্তরে
    প্রফুল্লতার অবসরে
          দুর্যোগ অবরে-সবরে।

বলে যেন ঘুরে ঘুরে 
          বাসন্তী রঞ্জিত আবীরে
    সহর্ষে উল্লাস সানন্দে 
    বসন্ত শুরুর আনন্দে
          হৃদয় ভেজানো সমীরে।            
            
323 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 20:34
শেয়ার করুন
মাহমুদ রেজা

বর্তমানে সপরিবারে অভিবাসী মেরু প্রান্তের দেশ সুইডেনে। কারিগরী পেশায় চাকুরিজীবী লেজার নিয়ে। ভিটেবাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। শৈশব কৈশোর গ্রামে পার করে মাঝামাঝি যৌবনে দেশ ছেড়ে হয়েছি প্রবাসী। দেশ যেমন ভুলে থাকা যায় না ঠিক তেমনি হাজার স্মৃতি বিজড়িত শৈশব কৈশোর মনটাকে টেনে নিয়ে যায় দেশের মাটিতে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কারিগরি শিক্ষার জন্য সাহিত্যের চর্চার অভ্যাস কোনদিনই ছিল না। ঘুনাক্ষরেও কখনো চেষ্টা করা হয়নি। প্রবাসের পড়াশোনা, আত্মপ্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন শ্রম সাহিত্য চর্চা থেকে দূরেই রাখতে হয়েছে নিজেকে। আব্বার লেখার অভ্যাস ছিল কিছুটা কিন্তু তা মুকুলেই শেষ হয়েছিল বোধহয়। আব্বার জীবদ্দশায় সুযোগ হয়নি এ নিয়ে আলোচনার। নিজের সুপ্ত সম্ভাবনা আজ দেরিতে হলেও যা সৃষ্টি করতে পারছি, আব্বার অজানা রয়ে গেল। ছন্দের মাধুর্য্যতায় বাংলা কবিতা ঋদ্ব এবং সমৃদ্ধ, শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দময় কবিতা আমার লেখায় প্রতিভাত হয়ে থাকে। প্রকাশিত লেখা "ছড়ার মেলা ; মন মুকুরের ভেলা । প্রকাশের পথে, হৃদয়ের নৈবেদ্য।

এই বিভাগে আরো: « সংসার চলে কবিতা »

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.