সোমবার, 08 নভেম্বর 2021 07:22

ভবের কর্ম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভবের কর্ম

কি আছে আর এই ভবে
একদিন যে চলে যেতে হবে।
জীবনে করেছি যা কিছু অর্জন
দিয়েছি সব কিছুই বিসর্জন।
থাকে যদি কিছু এই ধরাতে ভাই
থাকবে শুধু তোমার কর্মটাই।
কর্ম যদি হয় মঙ্গলময় আর আলো
ধর্ম তোমার যাই হোক সেও ভালো।
ধর্ম দিয়ে কি হবে ধর্মের নেই কোন দোষ
কর্ম তোমার আসল পরিচয় তুমি তো মানুষ।
মানব ধর্ম সেরা ধর্ম কর সেটা পালন
মানব ধর্ম রক্ষাতেই হয় জগতের মিলন।
সত্য পথে চলে গাও সত্য জয়ের গান
মিথ্যা দিয়ে যায়না পাওনা কোন সম্মান।
ভালোবাস সৃষ্টির সব আছে ভুবণে যত
তুমি ও তো সৃষ্টির সেরা নেই কিছু তোমার মত।
করেছো কি ধরায় তুমি যা হবে সবার
সবার জন্য মঙ্গল হলে নামটি রবে তোমার।            
            
291 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:40
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Liamtesse রবিবার, 11 জুন 2023 15:15 লিখেছেন Liamtesse

    In such patients, it may be much easier to miss a case of AACG especially if they are unable to communicate the classical symptoms mentioned earlier cheap cialis online canadian pharmacy Rodger YLtReZELnalx 6 20 2022

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.