সাজিয়েছি প্রেমের তরি প্রেম যমুনায় দেবো পাড়ি
মাঝি কোথায় পায় ,
অবশেষে মাঝি সেজে হলো আমার থাই ।
বসে আছি সাজিয়ে তরি , কখন কাকে পাই
আসলে তরি ছাড়বো জলে উজান স্রোত বাই ।
স্রোতে স্রোতে বলবে কথা ঢেউয়ের কিনারায়
জয় করিবে জলধারা প্রেম যমুনা বাই ।
যে প্রেমে মুগ্ধ ছিল হাজারো সৃষ্টি জাতি
প্রেমের তরি বাইতে বাইতে জ্বেলেছিল জীবন বাতি ,
আমি যে প্রেম যমুনার মাঝি প্রেমই আমার সাথী ,
প্রেমের স্রোত উঠতে মনে আর কিছু সময় বাকি ।
কে আছো তোমারা কে আছো
আমার সাথে যাবে নাকি ?
প্রেমের তরি বাইতে বাইতে কাটাবো সময়, আছে যা বাকি ।
প্রেম যমুনায় অনেক মজা থাকে জীবন সাথী,
একই সাথে কথা বলে দুই যমুনার আঁখি
যাবে নাকি ভাই যাবে নাকি, আছে কিছু সময় বাকি।
আসবে যদি বলো ভাই !
তোমার জন্য প্রেম যমুনায় একটু জায়গা করে রাখি ,
আসলে আমায় ডাক দিয়ো বলে কোথায় গেলে মাঝি ?
দেখে তোমায় তখন বলবো যাইতে আমি রাজি ।
তবে শোন প্রেম যমুনার উজান স্রোতে ধরতে পারবে বাজি ?
তোমার সাথে থাকবে আরো ধরতে তারা রাজি ,
তবে জলদি আসো জলদি, প্রেম যমুনা ছাড়বো আজি ।
আমি যে প্রেমিক নয় প্রেম যমুনার মাঝি ।
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা
লেখার ধরণ

মোঃ খোরশেদ আলম
ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু
মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা
মাধ্যম
3 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
মঙ্গলবার, 14 এপ্রিল 2015 13:01 লিখেছেন সুজন হোসাইন
অসাধারন লাগলো
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 22 মার্চ 2015 21:40 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
কি বলবো দাদু, দিলুম একটু মধু, খুব সুন্দর
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 22 মার্চ 2015 08:52 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার
দারুণ লুখন।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.