বুধবার, 25 মার্চ 2015 01:29

বাংলার প্রাণে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
 
কত সুন্দর তুমি কত সুন্দর , 
তোমার মাঝে নাইকো কোন, 
আগের মত কোলাহল । 
 
সকালের সূর্য দেখাও তুমি, 
মনের মতো করে , 
দেখতে দেখতে সকালের সূর্য 
মনটা যায় যে ভরে । 
 
পায়ের নিচে নরম ঘাস 
কতনা ভারি কোমল , 
ভাবতে ভাবতে কেটে যায় আমার, 
সকালের সে প্রহর । 
 
রৌদ্রের দেওয়া আলোকিত মাঠ , 
সবুজের সমারোহ , 
পাশের বাড়ির বুড়োটা এসে, 
শুকায় তাহার দেহ । 
 
এত কিছুর মাঝে তুমি, 
কতনা সুন্দর , 
বলোনা তুমি বলোনা , 
কি দিয়ে করি তোমার কদর । 
 
হাসি খুসি মাখা দিনের শেষে , 
রাতের আঁধার এসে 
এত সুন্দর ফসলের মাঠ , 
দেয় অন্ধকারে ঢেকে । 
 
এভাবেই চলে তোমার  আসা যাওয়া 
মিলিয়ে আলো আর অন্ধকারের দেশে , 
ফিরে আসো আবার নতুন করে 
নতুন রুপের বেশে ।
6994 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 25 মার্চ 2015 12:37
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.