রবিবার, 24 মে 2015 02:55

শিরায় দ্রোহের রক্ত নাচে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                না খেয়ে ঐ মরছে মানুষ 
দেখ চেয়ে দেখ সাগর জলে
তবুও শুনি মন্ত্রী মশাই 
মঞ্চে উঠে মিথ্যা বলে
"এই দেশেতে আমার মতো 
উদার মানুষ যখন রবে
দারিদ্রতা থাকবেনা আর 
গরীব মানুষ উধাও হবে"
সেদিন আমি বুঝিনি তোর
মিথ্যা মনের ফাউল কথা
বুঝলাম এখন গরীব মানুষ 
পাচার করাই তোদের প্রথা। 

কি ভেবেছিস ওদের মতো 
গরীব মানুষ করবি পাচার? 
আর দেরী নয় জাগছি আমি 
তোর অধিকার নাইতো বাঁচার
দেশের তরে কান্না করে 
ভুলিয়ে দেস আম জনতা
এসব নাটক করিস শুধুই 
রাখতে ধরে তোর ক্ষমতা 
থাকবেনা আর ঐ ক্ষমতা 
জাহান্নামে পড়বে গিয়ে
দেখ চেয়ে ঐ ক্ষুধার্তরা 
আসছে ধেয়ে অস্ত্র নিয়ে। 

মিথ্যা বলে খেলার ছলে
ওদের খাবার আর খাবিনা
জঙ্গি বলে ভঙ্গি করার 
সময়টাও তুই পাবিনা
জঙ্গি ওরা নয়তো কেহ
তবু ওরা মারবে তোরে
কেন জানিস! মিথ্যে তোকে 
টেনে নিছে আঁধার গোরে
মিথ্যা কথা বলবি যতো
অগ্নি ততো উঠবে জ্বলে 
বাঁচতে আজি চাইলে তোকে
যেতে হবে সত্য বলে। 

শিঘ্রই যা সাগর পাড়ে
দেখ চেয়ে ঐ ক্ষুধার তরে
কাঁদছে শিশু মরছে মানুষ 
ভুগছে অনেক মৃত্যু জ্বরে
মরছে অনেক ঝরছে অনেক 
লাশের মিছিল সাগর জলে 
হাড্ডিসার ঐ মানুষগুলোর 
ক্ষুধা নিয়েই জীবন চলে
চিৎকারে যায় মানুষগুলো 
কেউ শোনেনা আহাজারি 
কেউ দেখেনা কেউ লেখেনা
জাহান্নামের আগুন ছাড়ি। 

লিখবো আমি ছাড় দেবনা 
মৃত্যুকে আজ ভয় করিনা
হোক সে রাজা মন্ত্রী মশাই 
কাউকে আমি আর ডরিনা
ভয় করিনা কাউকে আমি 
মৃত্যুকে আজ সঙ্গে নেবো
নতুন গড়া মানুষ মারা
ডিজিটালের কবর দেবো
ক্ষুধার্ত ঐ মানুষ দেখে
শিরায় দ্রোহের রক্ত নাচে
বলবো আজি সত্য কথা 
কাফন আমার সঙ্গে আছে
ফাসির মঞ্চ-জেল-কারাগার
করবো গ্রহণ খেলার ছলে
সারাজীবন কাটিয়ে দেবো
ভয়ভীতিহীন সত্য বলে।            
            
798 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.