মঙ্গলবার, 09 জুন 2015 00:18

প্রিয় কবি

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                কোথায় তুমি আজকে আমি তোমায় খুঁজি
কল্পনাতে দেখতে তোমায় দুচোখ বুজি
তোমায় দেখে জেগে ওঠে বিদ্রোহী মন 
লাগে যেন তুমি আমার খুব প্রিয়জন
আর ক'টা দিন থাকতে, কেন চলে গেলে 
দেখো দেখো একটুখানি দুচোখ মেলে।

মানুষগুলো মরছে আজো পাখির মতো
সবাই করে রাজার কাছে মাথা নতো
মরণ ভয়ে সবাই বলে মিথ্যে কথা 
দূর্নীতি-ঘুষ এখন যেন সমাজ প্রথা
এখনো সেই ছোট্ট শিশু ক্ষুধায় কাঁদে 
সমাজে সব গ্রহণযোগ্য গরীব বাদে। 

বললে কিছু জালিম রাজা বন্দী করে
সবাই মিলে মেরে ফেলার ফন্দি করে
হুমকি-ধমকি-রক্তচক্ষু দেখে দেখে
সাহস করে সত্য কথা কেউ না লেখে
কেউ করেনা আর প্রতিবাদ তোমার মতো
প্রচার করে সত্য ছাড়া মিথ্যে যতো। 

দাড়ায়না কেউ আজকে গরীব-দুঃখীর পাশে 
সবাই মেতে থাকে সবার সর্বনাশে 
বিদ্রোহী কেউ হয়না আজি মরণ ভয়ে
চায়না কেউ আজ লিখতে কিছু জাতির হয়ে
সবাই শুধু মেতে থাকে আপন তালে
প্রেম-প্রীতি আর ভালবাসার মিথ্যে জালে। 

তোমার মতো কলম ধরতে পারেনা কেউ
লিখালিখির সিন্ধুতে আর ওঠেনা ঢেউ
মসজিদের ঐ পাশে তোমায় খুঁজে সবে
ভাবে তুমি কলম নিয়ে আসবে কবে!
আসোনা আর স্বপ্ন সবার যায় ভেঙে যায়
মিথ্যে আশায় আবার যেন মন ফিরে চায়। 

আমায় আজি কবর থেকেই দাও দোয়া দাও
আমার কাছেই বিদ্রোহী সেই কলম পাঠাও
ভাঙতে চাই আজ ধরার বুকে মিথ্যে যতো
জাগতে চাই আজ নতুন করে তোমার মতো 
আসবে তুমি তাই ভেবে আজ যোদ্ধা সাজি
আবার আসো খুব প্রয়োজন তোমায় আজি। 




***বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে নিয়ে লিখা            
            
722 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.