রবিবার, 17 মে 2015 06:24

প্রেম ধর্ম ও বিষয়

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                প্রেম ধর্মের আশ্রয় ও বিষয় শ্রীভগবান্-
খৃষ্টানের GOD, বেদান্তের 'ব্রহ্ম' ।
আমাদের মাঝে কেহ কেহ আন্ত্যন্তিক
ভক্ত ব্রহ্ম নামে ভীত হন; অপরে অবজ্ঞা
ভরে বলেন, উপনিষদের ব্রহ্ম
ভগবানের 'তনু ভা' মাত্র- যদ্ অদ্বৈতম্
উপনিষদি ব্রহ্ম তদ্ অস্য তনুভা ।
কিন্তু ব্রহ্মশব্দে আপত্তির কি আছে ?
বিশেষতঃ যখন উপনিষদ্, গীতা ও
ভগবত একবাক্যে ভগবান্কে ব্রহ্মশব্দে
শব্দিত করেছেন ।
সত্যং জ্ঞানম্ অনন্তং ব্রহ্ম-উপনিষদ্
পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং
ভবান্-গীতা, ১০/১২
অহো ভাগ্যং অহো ভাগ্যং
নন্দগোপব্রজৌকসাম্ ।
যন্মিত্রং পরমানন্দং পূর্ণং ব্রহ্ম সনাতনম্
।।-ভাগবত, ১০/১৪/৩০
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও
চরিতামৃতে লিখিয়াছেন-
ঐ ব্রহ্মশব্দে কহে স্বয়ং ভগবান্
অদ্বিতীয় জ্ঞান, যাহা বিনা নাই আন।            
            
791 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 17 মে 2015 17:10
শেয়ার করুন
স্বপন শর্মা

স্বপন কুমার শর্মা লেখালেখিতে এসে শুধু স্বপন শর্মা নামে পরিচিত। ১৯৮৩ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর (আশ্বিণ ২৭, ১৩৯০ বঙ্গাব্দ) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে জন্মগ্রহণ করেন স্বপন শর্মা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী (বি. এস. এস.) পাশ। পিতা ধনীরাম শর্মা ও মাতা নমিতা বালা শর্মা'র দ্বিতীয় সন্তান স্বপন শর্মা। ছোটবেলা থেকে লেখালেখি স্বভাবসুলভ শখ। তার লেখা প্রকাশ হয় বিভিন্ন লিটলম্যাগ সহ স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা সাহিত্য পাতা সহ ভারতীয় কিছু বাংলা পত্রিকায়ও শিশুতোষ ছড়ার পাশাপাশি কিশোর কবিতা গল্প ও সমকালীন ছড়া এবং সম্পাদকীয় কলাম লিখেন। সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সাহিত্য সম্মাননা স্বারক-২০১৯ অর্জন করেন তিনি। সাংগঠনিক কাজে আন্তরিক হলেও শারীরিক কারণে দ্বায়িত্ব পালনে নিতান্তই অপারগ। তবু বিভিন্ন সাহিত্য সংঠনের সঙ্গে সম্পৃক্ত। লেখকের প্রকাশিত গ্রন্থঃ "ছড়া চিত্তে গীতি নৃত্যে" ছড়া গ্রন্থ প্রকাশ পায় ২০২০ এ ২১ শে ফেব্রুয়ারী গ্রন্থ মেলায়।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.