রবিবার, 25 সেপ্টেম্বর 2016 11:42

হেলাতে বেলা গেল।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                একদিন চলে যাব,
এই পৃথিবী ছেড়ে-
চলে যাব সেদিন বহুদূরে।
পাবেনা খুঁজে আমায়,
কোথাও খুঁজে পাবেনা।

চাইনি কভু আমি নিজেরি সুখ,
মুছিতে চেয়েছি শুধু অন্যেরি দুঃখ।
হেলাতে বেলা গেল জীবনে আমার-
পেলাম শুধু আমি বাঁশে'র বীণা।

গভীররাতে চাঁন্দের আলো যে মধুর,
জানি আমি চাঁদ সেতো থাকে বহুদূর।
কাছে গেলে মনে হয় শীতল যেন-
তবু ছোঁয়া যায়না।

অফুরন্ত শুকর খোদার সমীপে,
নয়ন তৃপ্তি পূরণহেতু তোমার রূপে।
ধন্য হয়েছি অগো তোমায় ভালবেসে-
কাছে এসো বা না এসো তবু ভুলে যেওনা।            
            
631 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

এই বিভাগে আরো: « জঙ্গিবাদ বিজয়ের গান »

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.