মঙ্গলবার, 25 জুলাই 2017 19:22

তোমায় দেখতে দেখতে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তোমায় দেখতে দেখতে
 - মণি জুয়েল(Moni Jewel)

আজ খুবই, খুব শান্ত হয়ে যেতেই ইচ্ছে করছে 
হারিয়ে যেতে ইচ্ছে করছে
শিথিল হয়ে যেতে মন করছে আমার 

বৃষ্টির শীতলতা মেখে থাকা পুর্বের বাতাসে
তোমার শান্ত মুখটা দেখে 
কপালের দুই'পাশে গড়ে থাকা চুলগুলো
উড়ে উড়ে যেতে দেখে
প্রেম আবেশে আবেশিত তোমায় দেখে,
তোমার হাসিতে....
তোমার হাসিতে হারাতে মন করছে।

এখনও মোছেনি ভেজা ভেজা গন্ধ।
তোমার শরীরে,
পাপড়ির মতো অধরওষ্ঠে মেখে আছে 
এখনও শীতল উষ্ণতা,
সদ্য সেরে নেয়া স্নান সিক্ত শান্ত নিঃশ্বাস,
ও কোমল মৃদু প্রশান্তিতে-
হারিয়ে, নিজেকে হারিয়ে যেতে মন করছে!

আলগা করে দিতে মন করছে আমার
এ মনকেই, ভেসে যাক শূন্যে
ভেসে যেতে মন করছে তোমার সলজ হাসিতে!

*****25.07.2017-ধুলিয়ান-12:44AM****            
            
509 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 25 জুলাই 2017 19:45
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক zIAKiL মঙ্গলবার, 18 জুলাই 2023 21:05 লিখেছেন zIAKiL

    Although observational data prohibit causal inference, it is unlikely that diuretics afford any material benefit in this clinical setting proscar without a prescription

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.