রবিবার, 18 মার্চ 2018 00:46

জয়ের নেশা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জয়ের নেশা
         মোঃ মোশাররফ হোসেন

ষোল কোটি বাঙালী তোরা দেশে
মাঠে তরে সবুজ ঘাসে,
ব্যাট-বলেরই যুদ্ধে আমরা এগারোজন
টিভির পর্দায়,রেডিওতে কান পেতে
আছো চেয়ে জয়ের আশায় জানি!
মাঠে আমরা নয় এগারো,ষোল কোটি বাঙালী
আমাদের মাঝে তোমরা সবে
জয়ের নেশায় মাঠে নেমেছি,জয় নিয়ে মাঠ ছাড়বো।
রাজাকার,আলবদর পারেনি স্বাধীনত রুখতে
তুচ্ছ এই দুর্নীতি দমাবে কী করে!
যুদ্ধের মাঠে বড় আমরা বীর বাঙালি
আমরা জয়ের নেশায় পাগল
প্রতিপক্ষ বদ করে জয় ছিনিয়ে,
জুলুমের দাতভাঙ্গা জবাব দিতে জানি
জয়ের নেশায় মাহমুদুল্লাহ,জিদ্দি সাকিব
জয় ঠিক হবে বাংলার,জয় বাংলার            
            
655 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মোশাররফ হোসেন

আমার নাম মোঃ মোশাররফ হোসেন।পিতার নাম আঃ মান্নান বেপারী মাতার নাম মজিদা বেগম। ২৫ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন বি কে নগর কাজী কান্দি মাতুল আলয় জন্ম গ্রহন করি।পৈত্রিক নিবাস একই থানার পূর্ব নাওডোবা মঙ্গল খার কান্দি।ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। এলাকার চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি পাশ করি।পরে পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় ভর্তি হলেও বি কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি এবং পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ করি।বর্তমান ঢাকায় জিনজিরা পি. এম. পাইলট স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষে। পারিবারিক ও অন্যান্য কারনে পড়ালেখা বাঁধা প্রাপ্ত হয়।নিজ চেষ্টায় পড়ালেখা চালিয়ে যাওয়ায় পড়ালেখার গতি ধীরস্থির।এছাড়াও আমার এখন বেশি পড়তে ভাল লাগে না।তবে সাহিত্য: জীবন কাহিনী,গল্প, উপন্যাস, ছোট গল্প, স্মৃতিচারন মুলক ও স্বাবলম্বী ভাষায় লেখা বই পড়তে বেশ ভাল লাগে।আমার স্বপ্ন ছিল অনেক কিন্তু সৃষ্টি প্রদত্ত কিছু গুন ও পারিপার্শ্বিক কারনে সবার সব সম্ভব হয় না।এখন আমার স্বপ্ন সাংবাদিক হবো এবং পাশাপাশি লেখক।ছোটবেলা চাচাতো ভাইয়ের মুখে তার বন্ধুর ডাইরি ভর্তি লেখার গল্প শুনি আর স্বপ্ন দেখি আমিও লিখব।সেই স্বপ্ন থেকেই আমার কলম গতিশীল। তাছাড়া আমার লেখনির পিছনে আরো একজনের কথা না বললেই নয়, সে হলো আমার আপন বন্ধু, বন্ধু সুলভ বোন মোসাঃ রুমা আক্তার।যার উত্সাহ আমার শক্তি হিসেবে কাজ করে। মা-বাবা, বড় ভাইয়ের ভালবাসাই আমার জীবনের সম্পদ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক ueIlImXtt সোমবার, 03 জুলাই 2023 02:15 লিখেছেন ueIlImXtt

    3 Administration of the DNMT inhibitor methyltransferase 5 aza 2 deoxycytidine was shown to re establish SOD2 expression, block cell proliferation and apoptosis resistance in the fawn hooded rats PASMCs generic viagra name

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.