শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 01:54

বিরহ ভাবনা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অনুভবে পাও অতীতহীন তুমি বর্তমান আমায়
তাই হয়তো তোমার দেখা হয়নি এক নদী জল পাড়ি দিতে মোহনা
উনিশ বছরে কত শত জোছনায় রইলো বিকাটাকার উদাসীন
এ জলের কোলাহলে কী কী মিশে হলো কল্লোলিনী
কত যে গভীর চাওয়া নিয়ে মন হয়েছে মগ্ন যতবার যত সহস্র হাজার বার
তোমার মুখ খানি আরতির আবিরে মাখিয়ে নিতে দু'হাতে
তোমার চোখের কোন কোণে কোনভাবে রাখা যেত যদি হৃদয়ের প্রেম
যদি তুমি ভালবেসে বাড়িয়ে দেবে হাত
অজানা ভঙ্গির আহ্বানে আমাকে নেবে ডেকে
জড়াবে বলে তোমার বাহুডোরে
আমার চোখে তুমিই অনন্য ঐকিক আর্ফ্রোদিতি
তুমি সচেতন হতে বেশী থাকো অবচেতন ভাবনায়
তুমি আমার অনাকাঙ্ক্ষিত অবয়বে ছায়া নিয়ে এসেছ আমার পথে সমুখে বহুবার
তুমি বিষ্ময় নিয়ে এসেছ অনুভবের ভিতর
তুমি দিনমান একখানি ইচ্ছার কেন্দ্রে এসে আমার চলমান দৈনিন্দনতা করেছ স্থির
তুমি অস্থির আমায় দিলে পেণ্ডুলামের নিয়মানুবর্তিতা
সব দূরের তোমায় আমি চাই কাছে
আমার অস্তিত্বশীল অনুভবে চাই তোমার সম্মত উপস্থিতি
তোমায় চাই সরল করে বুকের ভেতরে
আমার বোধের বধের এক খানি কারণ
তোমার ছল করে আমায় ছুঁয়ে থাকার মধ্যে থাকুক
তুমি তুমি তুমি
চলো যাই অদেখা গিরিখাতে খুঁজি প্রাকৃতিক ঝর্ণাটারে
আবিষ্কার করি চলো নক্ষত্র ভরা নীল আকাশ, নতুন করে হবে নামকরণ
আমাদের রোজনামচা করুক স্মরণ আমাদের যুগল অনুভব
আমাদের ভালবাসা পরস্পর
আমাদের বিরহ ভাবনায় একটা থাকুক সান্ত্বনা
707 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 11:53
শেয়ার করুন
এই বিভাগে আরো: « বেসাতি চিরহরিৎ »

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.