শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 02:02

চিরহরিৎ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি চাই চিরহরিৎ বনের মত
সবুজ হয়ে ওঠে যেন আমাদের ভালবাসা, চেতনায়
হলুদ হবে না একটা চিঠির পাতাও
ঝরে যাবে না কোন স্বপ্ন পত্রপূট
চুমুতে চুমুতে বৃষ্টি নামাব আমরা
শীতলতা থাকবে না আর

যে দৃষ্টিতে ভলবাসা হয়ে রয় জোছনা কমল

আমি চাই অনন্ত মহাকাশের শূণ্যতায়

মিশে যাবে দীর্ঘ লালিত প্রতীক্ষার প্রহর

রাত জাগা পাখিরা রবে না আর নিশ্চুপ

কোন কিছুতেই

বিরহী পাখি ফিরে পাবে

কোরাসের সুর যুগপৎ অন্তরে

তারপর

রাতভর

ভালবাসা বিনিময়

সুরেলা ছন্দগীতে মোহময়

আমি চাই

চোখের ঝিনুক

প্রখর সূর্যের আলোয় মুখোমুখি জমানো মুক্তার অশ্রুজল

আমি চাই

পাথর চিড়ে ঝরণা হোক

ঝর্ণা থেকে নদী- একোটাই যার মোহনা

জলের ছল পাবে হৃদয়ের স্পন্দন

হৃদয়ের ভাষা,

আমি চাই

আমাদের মিলিত স্বেদবিন্দু হয়ে উঠুক আকন্ঠ তৃষ্ণায় পদ্ম সরোবর

আমাদের শঙ্কা, আভিমান ঈর্ষা হবে পরিমিত

বোধের সীমায়

আর সব সহবত, নহবত আমরা করে নেব কোন একদিন সহজাতমতন

আমাদের ঠাট্টায়, আদরে ঘনিষ্ঠ লাল বিকেলে,

তারার ঝালরের নিচে, চূড়ায়, গুহায়, মুষলধারা বৃষ্টিতে, কুয়াশায়, সৈকতের বালুতটে

আমার, তোমার, আমাদের নিবিড় আলিঙ্গন

এক একটা মহাকাব্য

এক একটা বিঠোফেন স্বরলিপি

এক একটা গম্ভীর শৃঙ্গার শীৎকার

আমি চাই ভোর এসে চায়ের কাপের সাথে পৌঁছে দেবে

প্রেমমগ্ন ঊষার জন্ম সংবাদ, আরও একটা জনম

আমাদের যুগলের

আমি চাই

আঙুলে জড়ানো নিঃসঙ্গতার শাপ

বিলীন হবে, নিঃশেষ হবে

তোমার চুলে, চিবুকে, কণ্ঠায়, ত্বকে, গ্রীবায়, চোখে

জড়াবে তারা

তোমার আঙুলে যেনবা পরজীবি পরাশ্রায়ী উদ্ভিদের মত আমার আঙুল 

নিউরনের অনুরনণ ফিরে পাবে

সৃষ্টির প্রথম লগ্ন হতে কুড়ানো গঞ্জনা

মুছে যাবে

আপন আপন ভালবাসায় জাগ্রত অনাদিকাল

গড়ে নেবে কালজয়ী নকশায় যদি চাও কংক্রিটে মোড়া অথবা মেঘের ভিতর নিরালা জতুগৃহ

সবুজে নীলে, খয়েরি ও লাল, সাদা বেগুনী দলরাজি 

একাকার হবে

প্রেম সংশ্লেষণ

আমরা হব নির্ভার- বিগত বেদনার

আমরা হব নির্ঝর- পাহাড় প্রমাণ হিবাহ হতে

আমরাই হব নিঃসংশয়- আমাদের বোধনে, চেতনায়

চির সবুজ- চিরহরিৎ

ভালবাসায়।
879 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 12:08
শেয়ার করুন

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.