বৃহষ্পতিবার, 21 জানুয়ারী 2021 17:40

একাকিনী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                একাকিনী  

ঋদ্ধ বসন্ত বাগানে এমন লগনে
   ভ্রমণে  হরিণী মৃদু মধুর পবনে। 
      পত্র পল্লবে মর্মর ধ্বনির বিহনে
          নিঃশব্দ গমন পথে মুখরা চলনে।

নন্দন কাননে তৃপ্ত, নিবারণে ক্ষুধা
   তৃণ  লতিকা ভক্ষণে উৎকৃষ্ট সুধা। 
      একাকিনী হরিণীর মনে কতো দ্বিধা
          উন্মুক্ত বিচরণের শত কোটি বাধা।

সচিকত চমকায় ত্রস্ত ক্ষণে চায়
   অলক্ষিত চোরা চোখ দেখে নিল হায়।
       হেন খরখরে রোদে হবে কি উপায়
           চৈত্রের বিরাণ ভূমি যাবে সে কোথায়।

অসহায় একাকিনী নিরীহ হরিণী
   মুক্ত বিহঙ্গের ন্যায় দিবস যামিনী। 
       পার করে কেন হয় শীতল ধমনী
           ভাসে স্বনন জীবন শেষের রাগিণী।            
            
494 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 24 জানুয়ারী 2021 15:04
শেয়ার করুন
মাহমুদ রেজা

বর্তমানে সপরিবারে অভিবাসী মেরু প্রান্তের দেশ সুইডেনে। কারিগরী পেশায় চাকুরিজীবী লেজার নিয়ে। ভিটেবাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। শৈশব কৈশোর গ্রামে পার করে মাঝামাঝি যৌবনে দেশ ছেড়ে হয়েছি প্রবাসী। দেশ যেমন ভুলে থাকা যায় না ঠিক তেমনি হাজার স্মৃতি বিজড়িত শৈশব কৈশোর মনটাকে টেনে নিয়ে যায় দেশের মাটিতে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কারিগরি শিক্ষার জন্য সাহিত্যের চর্চার অভ্যাস কোনদিনই ছিল না। ঘুনাক্ষরেও কখনো চেষ্টা করা হয়নি। প্রবাসের পড়াশোনা, আত্মপ্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন শ্রম সাহিত্য চর্চা থেকে দূরেই রাখতে হয়েছে নিজেকে। আব্বার লেখার অভ্যাস ছিল কিছুটা কিন্তু তা মুকুলেই শেষ হয়েছিল বোধহয়। আব্বার জীবদ্দশায় সুযোগ হয়নি এ নিয়ে আলোচনার। নিজের সুপ্ত সম্ভাবনা আজ দেরিতে হলেও যা সৃষ্টি করতে পারছি, আব্বার অজানা রয়ে গেল। ছন্দের মাধুর্য্যতায় বাংলা কবিতা ঋদ্ব এবং সমৃদ্ধ, শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দময় কবিতা আমার লেখায় প্রতিভাত হয়ে থাকে। প্রকাশিত লেখা "ছড়ার মেলা ; মন মুকুরের ভেলা । প্রকাশের পথে, হৃদয়ের নৈবেদ্য।

5 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক exellamug সোমবার, 20 নভেম্বর 2023 15:09 লিখেছেন exellamug

    On the other hand, CTLA 4 mediated B7 sequestration will limit CD28 mediated signaling and lead to T cell anergy generic for cialis Insufficient kidney essence results in failure to nourish the related body constituents and organs, including bone and joints

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন বুধবার, 27 জানুয়ারী 2021 01:44 লিখেছেন ইদি আমিন

    বেশ চমৎকার লিখেছেন কবি,, মুগ্ধকরা

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির রবিবার, 24 জানুয়ারী 2021 15:05 লিখেছেন নাজমুল কবির

    দাদা ভাই শব্দের মাঝে অতিরিক্ত স্ফেস দেবেন না। এতে কবিতা ভেঙে যায।
    চমৎকার একটি সাজানো গোছানো কবিতা পড়লাম। অসাধারণ।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির রবিবার, 24 জানুয়ারী 2021 15:05 লিখেছেন নাজমুল কবির

    দাদা ভাই শব্দের মাঝে অতিরিক্ত স্ফেস দেবেন না। এতে কবিতা ভেঙে যায।
    চমৎকার একটি সাজানো গোছানো কবিতা পড়লাম। অসাধারণ।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির রবিবার, 24 জানুয়ারী 2021 15:05 লিখেছেন নাজমুল কবির

    দাদা ভাই শব্দের মাঝে অতিরিক্ত স্ফেস দেবেন না। এতে কবিতা ভেঙে যায।
    চমৎকার একটি সাজানো গোছানো কবিতা পড়লাম। অসাধারণ।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.