বৃহষ্পতিবার, 20 জুলাই 2017 11:49

একটা হাত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                একটা হাত
 - মণি জুয়েল(Moni Jewel)

কতরাত আমি জেগে জেগে থেকেছি, 
কত ঘুমভাঙাস্বপ্নে ভেবেছি-
এই বুঝি তোর, হয়ে এলো ভোর।
হয়তো তুই এসে গিছিস।

পৃথিবী যখন পর হয়ে যায়, 
মনও তখন মনের আশায়, শুধু তোকেই খুঁজেছে।
মনে মনে মন একটা হাত চেয়েছে।

মুঠিবাঁধা হাতগুলো মিছিলের দলে
তবুও যে একা, খুব গোপনে। সাথে পেতে চেয়েছে!
শুধু একটা হাত চেয়েছে।

প্রেমহীন পৃথিবীর সবাই 
নিজে বাঁচতে চায়, অন্যের খবর?
জিজ্ঞাসা মনে গেঁথে গেছে।
কতরাত জেগে একা এ মন ভেবেছে।

***16.06.17,Dhuliyan,04:50PM***            
            
644 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক bAcxyC সোমবার, 17 জুলাই 2023 05:46 লিখেছেন bAcxyC

    Zhou C, Zhong Q, Rhodes LV, Townley I, Bratton MR, Zhang Q, Martin EC, Elliott S, Collins Burow BM, Burow ME, Wang G buy cialis with paypal The impact of polymorphs is not very high since the drug is dissolved within 20 min

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.