বুধবার, 29 এপ্রিল 2015 08:37

পা-হাড়টা কার ?

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ১) রাকিব সবে মাত্র অষ্টম শ্রেণিতে পড়ে ৷
গতবারই তার বাবা মারা গেছে ৷ খুব একটা অসহায় হয়ে পড়েছে তেমনটা কিন্তু নয় ৷ বাবার রেখে যাওয়া অঢেল সম্পত্তির উত্তরাধিকার কেবল সে একা ৷ তারপরও রাকিবের মনের কোথায় যেন এক টুকরো কষ্ট ভেসে বেড়ায় ৷ যে কষ্টটা সে ছাড়া আর অন্য কেউ অনুভব করতে পারে না ৷ অন্য কেউ বুঝতেও পারে না ৷ 

কিছু কষ্ট যেন অনেকটা এমনই হয় ৷ 

২) নদীতে স্রোত নেই , ভাঁটা পড়লে এমনই হয় ৷ আর এই ছোট নদীটায় আর কতটুকু স্রোত থাকতে পারে ৷ রাকিব আজ এই শান্ত নদীটার ওপারে ঝড় দেখতে চায় ৷ কিন্তু কেন দেখতে চায় , তা তার অজানা ৷ তবে একটা ঝড় চাই , শান্ত নদীর ওপারটাতে ৷ একটি মা মুরগী দেখা যাচ্ছে নদীর ধার ঘেষে শুকাতে দেয়া কৃষানীর গোবরের গৈঠাতে পা দিয়ে আচড়িয়ে খাবার খুঁজছে , সাথে  ছানাগুলোও
৷  রাকিবের দৃষ্টিতে এই দৃশ্যটা বড়ই পীড়া দিল ৷ তাকে কি করে ফেলে তার মা আবার সংসার পাতল নদীর ওপারটাতে ৷ 
এই মা মুরগিটি মোরগ ছাড়াই তো এতগুলো ছানাকে নিয়ে জীবন কাটাচ্ছে ৷ আর সে তো তার মায়ের মাত্র একটি সন্তানই ছিল ৷

এসব ভাবতে ভাবতেই ভাঁটা পড়া নদীতে জোয়ার আসে ৷ নদীতে আবার স্রোত বয় , কুলু কুলু ধ্বনিত হয় পরিবেশে কিন্তু নদীর ওপারটায় আর ঝড় আসে না ৷

কোথায় যেন অনেক দূরে গানের ক্লাব থেকে রেওয়াজ শুনতে পায় রাকিব , " বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লয় ,ফিরায়েও না জননী..... ৷" 

.....___            
            
966 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সীমান্ত মুরাদ

একাকিত্বের সাথে পথ চলছি ধূসর দ্বীপের আরছায়ার আবডালে ৷

এই বিভাগে আরো: « অপসুর পরিক্ষা »

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.