সোমবার, 06 জুলাই 2015 00:43

মা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                "মা" কথাটি ছোট্ট অতি, কিন্তু এর মাঝে যেন লুকিয়ে আছে অফুরন্ত মনিমুক্তা শোভিত ভালবাসা আর স্নেহ-মমতার গুপ্তধন। ঠিক যেন স্বর্গের অনুভূতি মর্তে পাওয়া। “মা” কি অদ্ভু্ত এক প্রতিধ্বনি! উচ্চারণ করলে বুকের ভেতর বয়ে চলে এক বিদ্যুৎতরঙ্গ, এ যেন এক সাইমুম ঝড়। মাকে নিয়ে যখন কিছু লিখব বলে ভাবছি,তখন কলমের নিব যেন মা আমার কথা শুনতে চাচ্ছে না। চোখের অশ্রু, বুকের রক্ত দিয়ে মা তোমার কথা লিখা যায়, কলমের কালি দিয়ে লিখতে গিয়ে তোমার যদি কোন অসম্মান করে ফেলি মা আমায় ক্ষমা করে দিও। তোমাকে নিয়ে কি কোন গল্প লিখা যায় মা তুমি বলো, তুমি তো সকল গল্প, কবিতা আর সাহিত্যের ঊর্ধ্বে।

 প্রভাতের লাল সূর্য দেখে যেমন আনন্দে উদ্বেলিত হয়ে উঠে আলোকিত পৃথিবী, ঠিক তেমনি আমার আগমনে আলোকিত হয়েছিল আমার “মা”, আমার নানা বাড়ির উঠোন। গগনবিদারি আর্তচিৎকা্র আর ক্রন্দনে যখন আমি একাকার তখন মায়ের মুখে আনন্দ অশ্রু। পৃথিবীতে এই একটি দৃশ্যই হইতবা একটু ব্যতিক্রম “যখন কিনা তার সন্তান কাঁদে আর তার মায়ের মুখে থাকে হাসি”। আমার আগমনে নানাজান কালবিলম্ব না করে আজান দিলেন। আজানের সু্মধুর সুর ভেসে আসল আমার কানে।আল্লাহু আকবার।। আল্লাহু আকবার।। মায়ের মুখে সুখের হাসি। 

তবে এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নানা বাড়িতে পড়ে গেল কান্নার রোল। প্রথম সন্তানের মত আমার বড় খালামনির দ্বিতীয় সন্তানটি মারা গেল এক অচেনা রোগে। সন্তানের শোক কে আর সইতে পারে? এভাবে দিনের পর দিনের অসম্ভব মানসিক যন্ত্রণায় কেমন জানি হয়ে গেল আমার দুধ মা। হ্যা, আমার দুধ মা। আমার খালাতো ভাইটি মারা যাবার পর আমিই হলাম তার সাত রাজার ধন। হারানো মানিক। মায়ের মুখ থেকে শুনেছি, খালা নাকি বলত, “বুইন রশনা আল্লাহ চাহে তো তোর তো আরও অনেক সন্তান হবে। আমি বরং ওকে কোলে পিঠে করে মানুষ করে আমার কাছে রেখে দেই”।আড়ালে গিয়ে অঝর ধারায় চোখের জল ছাড়লেও ,খালামনির মুখের দিকে তাকিয়ে মা আর না করতে পারে নাই। কিন্তু আড়ালে গিয়ে আমার মায়ের চোখের জল খুব বেশিদিন ফেলতে হয়নি,বড় খালার ঘর আলোকিত করে এসেছিল নতুন অতিথি। দুই নবীন অতিথির আগমনে এবং তাদের আদর আপ্যায়নে নানা বাড়িতে উৎসব উৎসব সাজ পড়ে গেল। 

ধীরে ধীরে আমতা আমতা করে “মা” মা,বা..বা...আবা..বাবা বলতে চেষ্টা করা। আলতো হাতে মাকে ছুঁইয়ে দেখা। বাবার হাত ধরে হাঁটতে চেষ্টা করা এভাবেই চলতে লাগল আমার শিশু কাল। অনেক সময় আবার হাটতে গিয়ে পড়ে গিয়ে সে কি কান্না। মা আমার যেখানেই থাকুক না কেন,আমার কান্না শুনে মুহূর্তের মধ্যে “সুপারম্যান” এর মত এসে মা আমাকে কোলে তুলে নিত,আদর করে জড়িয়ে নিত বুকের মাঝখানে। ভালবাসার পরশ বুলিয়ে ঘুম পারিয়ে দিত আমায়। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল,নানাজানের ভয় ছিল আমার না জানি আবার কোন অজানা অসুখ হয়। নানাজান ও এজন্য আমায় সবসময় চোখে চোখে রাখত। আল্লাহর রহমতে বড় কোন অজানা অসুখে আমার পড়তে হয়নি শিশুকালে। 

এরপর আমি খাট,টেবিল কিম্বা কোন অবলম্বন ধরে হাঁটতে চেষ্টা করি। মা সমসময় আমার পাশে পাশে থাকতো। একদিন আমি ঘরের ভেতর খেলা করছিলাম,বাবাও বাড়িতে ছিলনা,মা রান্নাঘরে হেঁসেলে ভাত-তরকারি তুলে দিয়েছিল। আমিও বিভিন্ন অবলম্বন ধরে ধরে বাইরে চলে এসেছিলাম। রান্নাঘরের পাশেই ছিল তুসের স্তুপ। আমি তুসের স্তুপ ধরে দাড়িয়ে থাকার চেষ্টা করছিলাম। এক পর্যায়ে তুশের স্তুপ ধরে ঝাকুনি দিতেই তুসের এক বস্তা হেসেলের উপর পড়ে গেল।অমনি গরম ভাতের মাড় আর আগুনের ফুলকি এসে আমার গায়ে পড়ল। আমার পুরো পিঠ পুরে গেল। আহ! সেকি যন্ত্রণা । আমি তো চিৎকার করে বেহুস হয়ে পড়ে গেলাম। মা আমাকে ধরে নিয়ে গিয়ে পিঠে পানি ঢালল। সেই সময় আবার ছিল মাঘ মাস। পানিও ভীষণ ঠাণ্ডা। সেই পরিস্থিতি ছিল যে কেমন ছিল তা এক কথায় অবর্ণনীয়। আব্বাজান,ডাক্তার কবিরাজ নিয়ে এসে যথাসাধ্য চেষ্টা করলেন। নানাজান জায়নামাজে বসে পড়লেন। আমার দেহের সামনের অংশ না পুড়ে গেলেও আমার পিঠের অনেকখানি অংশ পুড়ে গিয়েছিল।পিঠ পুড়ে যাবার ফলে আমি সোজা হয়ে ঘুমাতে পারতাম না,উপুর হয়ে আমাকে ঘুমাতে হত। সে বছর শীতও জেঁকে বসেছি্ল বেশ। দিনের বেলা আমার খালা,নানাজানরা কোলে নেবার ফলে আমার আম্মাজানের কিছুটা আরাম হত। কিন্তু রাতের বেলা আমার মা,আমার জনম দুঃখিনী মা তার বুকের ভেতর আমার জন্য বিছানা করে দিত।।একদিকে প্রচণ্ড শীত অন্যদিকে আমার পিঠের সাথে যেন কাথা না লাগে সেই দিকেও মাকে মনোযোগ দিতে হচ্ছে সারাক্ষন।কনকনে শীতের রাতে,আমাকে বু্কের মাঝে রেখে,দুই পায়ের পাতার সাথে কাঁথাটা শক্ত করে ধরে রাখত মা যেন আমার পুড়ে যাওয়া পিঠে কাঁথার কোন স্পর্শ না লাগে,এজন্য সারাটা রাত হাত দিয়ে কাঁথাটি উঁচু করে ধরে রাখত। কখনো যদিওবা ক্লান্তিতে মার চোখটা বুজত,আর অসাবধানতায় কাঁথাটার স্পর্শ লাগত,সাথে সাথেই আমার চিৎকারে মার ঘুম ভেঙ্গে যেত। আর মা আরও সতর্কভাবে কাঁথাটা ধরে রাখত। এভাবে প্রায় একটি মাস মা কনকনে শীতের রাতে আমাকে ঘুম পাড়িয়ে নিজে না ঘু্মিয়ে রাত পার করত। না ঘুমাতে ঘুমাতে মায়ের চোখের নিচে কালো হয়ে যায়। কত রাত যে, মাকে ভেজা কাপড় পড়ে শুইয়ে থাকতে হত তার ইয়ত্তা নাই। এই মায়ের ঋণ আমি কি দিয়ে শোধ করব কেউ বলতে পারে্ন? এরকম কতশত হাজারও ত্যাগের কথা যা বলে শেষ করা যাবেনা।

 আল্লাহ কোরআনে এরশাদ করেন,
 “আমি মানুষকে (তাদের) পিতা-মাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি (যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করো, কেননা), তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পরই সে (সন্তান) বুকের দুধ খাওয়া ছেড়েছে, তুমি (তোমার নিজের সৃষ্টির জন্য) আমার শোকর আদায় করো এবং তোমার (লালন পালনের জন্য) পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো; (অবশ্য তোমাদের সবাইকে) আমার কাছেই ফিরে আসতে হবে।    (সুরাঃ লোকমান, আয়াতঃ১৪)। 

 “রাসুল (সা এর কাছে এক সাহাবি এসে জিজ্ঞাসা করলো, আমার বাবা মা দুইজন বেঁচে আছেন আমি আগে কার হক আদায় করব? রাসুল(সা) বললেনঃ তোমার মায়ের, সাহাবি জিজ্ঞেস করলো এরপর কার? রাসুল বললেন, তোমার মায়ের, সাহাবি আবারও জিজ্ঞাস করলেন, এরপর কার? রাসুল বললেন, তোমার মায়ের। সাহাবি আবারও জিজ্ঞেস করলেন এরপর কার?রাসুল বললেন, তোমার বাবার”। (আল হাদিস) ।
 “রাসুল আরও বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেসত (আল-হাদিস)”।
পৃথিবীর সবকিছুর বিনিময় দিয়েও মায়ের ঋণ শোধ করা যাবে না।            
            
27109 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 10 সেপ্টেম্বর 2020 13:55
শেয়ার করুন
আল মামুন উর রশিদ

একটি সুন্দর গল্প মানুষকে হেরার পথ দেখাতে পারে...

আল মামুন উর রশিদ এর সর্বশেষ লেখা

8917 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক what is kamagra jelly used for রবিবার, 28 এপ্রিল 2024 08:13 লিখেছেন what is kamagra jelly used for

    Can I take my prescription medication with specific dietary preferences order kamagra oral jelly https://pando.life/article/128274?

  • মন্তব্যের লিঙ্ক Scottutell রবিবার, 28 এপ্রিল 2024 07:42 লিখেছেন Scottutell

    로드스탁과 레버리지 방식의 스탁: 투자의 참신한 영역

    로드스탁에서 제공되는 레버리지 스탁은 증권 투자의 한 방식으로, 큰 이익율을 목적으로 하는 투자자들을 위해 유혹적인 옵션입니다. 레버리지를 이용하는 이 전략은 투자하는 사람들이 자신의 자본을 넘어서는 자금을 투자할 수 있도록 함으로써, 증권 시장에서 훨씬 큰 영향력을 가질 수 있는 기회를 공급합니다.

    레버리지 스탁의 원리
    레버리지 스탁은 원칙적으로 자본을 차입하여 투자하는 방식입니다. 예시를 들어, 100만 원의 자본으로 1,000만 원 상당의 주식을 취득할 수 있는데, 이는 투자하는 사람이 기본적인 자본보다 훨씬 더욱 많은 주식을 취득하여, 주식 가격이 증가할 경우 상응하는 훨씬 더 큰 이익을 얻을 수 있게 해줍니다. 하지만, 증권 가격이 떨어질 경우에는 그 손해 또한 크게 될 수 있으므로, 레버리지 사용을 사용할 때는 조심해야 합니다.

    투자 계획과 레버리지
    레버리지 사용은 특히 성장 잠재력이 높은 회사에 적용할 때 도움이 됩니다. 이러한 기업에 큰 비율로 투자하면, 성공할 경우 큰 수입을 가져올 수 있지만, 반대 경우의 경우 많은 위험도 짊어져야 합니다. 그렇기 때문에, 투자자들은 자신의 위험성 관리 능력과 장터 분석을 통해 통해, 일정한 기업에 얼마만큼의 자본을 투자할지 결정해야 합니다.

    레버리지 사용의 장점과 위험성
    레버리지 방식의 스탁은 높은 수익을 약속하지만, 그만큼 상당한 위험도 따릅니다. 주식 장의 변동성은 예측이 곤란하기 때문에, 레버리지 사용을 이용할 때는 항상 장터 동향을 세심하게 살펴보고, 손해를 최소화하기 위해 수 있는 전략을 세워야 합니다.

    결론: 신중한 결정이 요구됩니다
    로드스탁을 통해 제공하는 레버리지 방식의 스탁은 막강한 투자 수단이며, 잘 사용하면 많은 이익을 가져다줄 수 있습니다. 그렇지만 상당한 리스크도 고려해야 하며, 투자 선택은 충분히 많은 정보와 신중한 판단 후에 이루어져야 합니다. 투자자 자신의 재정 상황, 위험 수용 능력, 그리고 시장 상황을 반영한 안정된 투자 계획이 중요하며.

  • মন্তব্যের লিঙ্ক DavidspulP রবিবার, 28 এপ্রিল 2024 06:30 লিখেছেন DavidspulP

    how does tamoxifen work what happens when you stop taking tamoxifen does tamoxifen make you tired

  • মন্তব্যের লিঙ্ক WilliamNal রবিবার, 28 এপ্রিল 2024 06:21 লিখেছেন WilliamNal

    https://finasteride.store/# get cheap propecia no prescription

  • মন্তব্যের লিঙ্ক kamagra4less রবিবার, 28 এপ্রিল 2024 05:39 লিখেছেন kamagra4less

    How long does it take for a generic medicine to enter the market buying kamagra online uk https://pando.life/article/128310?

  • মন্তব্যের লিঙ্ক Scottutell রবিবার, 28 এপ্রিল 2024 05:04 লিখেছেন Scottutell

    10배스탁론
    로드스탁과의 레버리지 방식의 스탁: 투자의 새로운 영역

    로드스탁을 통해 제공되는 레버리지 방식의 스탁은 증권 투자법의 한 방식으로, 상당한 수익률을 목적으로 하는 투자자들에게 매력적인 선택입니다. 레버리지를 사용하는 이 전략은 투자하는 사람들이 자신의 자금을 초과하는 투자금을 투입할 수 있도록 함으로써, 증권 장에서 더 큰 힘을 가질 수 있는 기회를 줍니다.

    레버리지 스탁의 기본 원칙
    레버리지 스탁은 기본적으로 자본을 차입하여 사용하는 방식입니다. 예를 들어, 100만 원의 자금으로 1,000만 원 상당의 증권을 사들일 수 있는데, 이는 투자하는 사람이 일반적인 자본보다 훨씬 더욱 많은 증권을 구매하여, 증권 가격이 올라갈 경우 해당하는 훨씬 더 큰 이익을 가져올 수 있게 합니다. 그러나, 주식 가격이 하락할 경우에는 그 피해 또한 커질 수 있으므로, 레버리지를 이용할 때는 신중하게 생각해야 합니다.

    투자 계획과 레버리지 사용
    레버리지 사용은 특히 성장 가능성이 상당한 사업체에 투자할 때 도움이 됩니다. 이러한 사업체에 상당한 비율을 통해 투자하면, 잘 될 경우 큰 수입을 얻을 수 있지만, 반대 경우의 경우 큰 리스크도 감수해야. 그러므로, 투자자는 자신의 위험 관리 능력과 상장 분석을 통해 통해, 어느 기업에 얼마만큼의 자금을 투자할지 결정해야 합니다.

    레버리지의 장점과 위험성
    레버리지 스탁은 높은 이익을 약속하지만, 그만큼 큰 위험성 수반합니다. 증권 장의 변화는 예측이 곤란하기 때문에, 레버리지를 사용할 때는 항상 장터 동향을 정밀하게 살펴보고, 피해를 최소화할 수 있는 전략을 구성해야 합니다.

    최종적으로: 신중한 결정이 필요
    로드스탁에서 제공하는 레버리지 방식의 스탁은 막강한 투자 도구이며, 적당히 이용하면 많은 수익을 벌어들일 수 있습니다. 하지만 높은 리스크도 고려해야 하며, 투자 선택은 충분한 정보와 세심한 판단 후에 이루어져야 합니다. 투자하는 사람의 재정적 상태, 위험 수용 능력, 그리고 시장의 상황을 고려한 균형 잡힌 투자 방법이 중요합니다.

  • মন্তব্যের লিঙ্ক RonaldOpets রবিবার, 28 এপ্রিল 2024 05:00 লিখেছেন RonaldOpets

    https://ciprofloxacin.tech/# cipro for sale

  • মন্তব্যের লিঙ্ক Randallpix রবিবার, 28 এপ্রিল 2024 03:50 লিখেছেন Randallpix

    buy lisinopril 5 mg: buy lisinopril 20 mg online uk - lisinopril buy without prescription

  • মন্তব্যের লিঙ্ক MichaelBum রবিবার, 28 এপ্রিল 2024 02:52 লিখেছেন MichaelBum

    what is tamoxifen used for tamoxifen and ovarian cancer or tamoxifen hot flashes
    http://images.google.gm/url?q=http://nolvadex.life nolvadex online
    tamoxifen and antidepressants tamoxifen chemo and tamoxifen rash pictures п»їdcis tamoxifen

  • মন্তব্যের লিঙ্ক cjdbnnksfs রবিবার, 28 এপ্রিল 2024 01:57 লিখেছেন cjdbnnksfs

    ciprofloxacin generic cipro ciprofloxacin or buy cipro online canada
    http://www.mitte-recht.de/url?q=https://ciprofloxacin.tech ciprofloxacin over the counter
    buy cipro buy cipro online without prescription and buy cipro cheap ciprofloxacin generic price

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.