বুধবার, 25 ফেব্রুয়ারী 2015 00:00

পথ ভোলা পথিক

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                

চলেছি একা এ পথে, কোথায় শেষ হবে,
আঁকা বাঁকা এ পথ তবুও পাড়ি দিতে হবে ।
চিনি না পথের কোন কিছু চলতে আসে বাঁধা
পথের কথা বলতে গেলে
শুনতে হয় বৃদ্ধ লোকের ধাঁধাঁ ।
শোন বলি বাছা,
তোমার এ চলার পথ বড়ই কঠিন
পারলে আপন বাঁচাও ।
ঘরের ছেলে ঘরে ফিরে যাও
মিছে মিছি কেন এসেছো?
আমরাই তো এখনো এ পথে কাঁচা।
তোমার তো এখনো বয়স হয়নি,

চলছ কেন এই কঠিন পথে ?
সামনে পড়ে আছে তোমার বয়স,
এ পথে চলা তো শুধু মোদের ।
জবাবে বললাম শোন দাদু ভাই
আমার যে সময় আছে চলবার,
তোমার সে সময় নাই ।
তোমরা যদি পাও ,
আমারা কেন পাবো না সেথা থাই?
শোন দাদু ভাই , ঐ দূর পথে তাকাও
কিছু দেখতে পাও?
আমার আছে চলার গতি তোমার কাঁপে বাহু ,
এ পথ শুধু তোমাদের নয়, তোমরা হয়েছ যে কাবু ।

964 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 25 ফেব্রুয়ারী 2015 00:51
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

8 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.