মঙ্গলবার, 11 জুলাই 2017 21:58

জীবনের জন্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জীবনের জন্য
 - মণি জুয়েল(Moni Jewel)

মন চায় আমার উত্তরাধিকারদের পুড়িয়ে ফেলি

আমার বীর্যদের বলি বাঁঝা হতে,
যেন আর কবর না হয়
যেন শ্মশানের মতো জ্বলে না ওঠে!

ওহ্ মণি, হে ফিনিক্স, তুমি কি পারো না

একবারেই সব শেষ হয়ে যেতে
পারো না পুড়িয়ে ছারখার করে দিতে সব, 

ভগবান পুড়িয়ে শয়তানের সমাপ্তি।

পারবে ঘন রাতে নৌকা দক্ষিনে ভাসাতে?
মনে রেখো অনেকদিন এখানে

বৃষ্টি হয়নি,আলিঙ্গনে ভিজেনি দু' অংস

আর নয়, আর নয়, ফিরে এসো না।
যেন আর শ্মশান না হয়
চলো সবুজবজ্রমালার মিছিলে।

বলো আর মৃত্যু নেই, সব পাপ  আমিই গিলেছি।

****11.07.2017-Dhuliyan-06:45PM****            
            
609 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

এই বিভাগে আরো: « গরুর কাফেলা যদি »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক WrozXqLY সোমবার, 03 জুলাই 2023 18:38 লিখেছেন WrozXqLY

    Science 249 157 160 buying cialis online reviews Clearly, many women are not taking their AET as prescribed, and this remains an issue of major concern

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.