শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 23:02

কিছু কথা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যখনি ধরি কলম লিখবো বলে কিছু ,  
তখনি সামনে আসে মায়া মমতা
আসে দেশের নীতি কথা ।
ভাবতে গেলে অন্যকিছু বারে মাথা ব্যথা ।

যখনি লিখব বলে ভাবি বাংলা নিয়ে
আসেনা রুপের বর্ণনা ,
আসে শুধু জ্বালাও পোরাও
বেঙ্গে দাও বাংলার অতিত কথা ।

বিবেকের কাছে যখনি করি প্রশ্ন,
বলে শোন কবি শোন ?
কি লাভ হবে স্মরণ করে মোদের ,
তোমরা কি আমাদের কথা মান ?
তবে কেন স্মরণের নামে
দাও কাঁটা ফুঁটা ব্যথা ?

আমাদের কথা বিকৃত হয়েছে
এবার বাদ দাও তোমাদের নীতি কথা ।
তাঁর আগে দেশটা বাঁচাও ,
তখনি খুঁজে পাবে আমাদের কথা ।
770 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 23:11
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

এই বিভাগে আরো: « টোকাই নেতা সুচিত্রা »

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.