শনিবার, 29 আগষ্ট 2020 13:35

উড়াল পাখি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ~~উড়াল পাখি~~  

ঠিকই একদিন হয়ে যাবো
তোদের মাঝে চুপ,
এই ধরণীর জমি টাকায়
আর দেবো না ডুব৷

যমের বুকে জোর কদমে
সদাই ঘুরি ফিরি,
সামনে আমার নাহি দেখি
পুলছিরাতের সিঁড়ি৷

পরের হিতে করছি ক্ষত
শাদা পোষাক পরে,
কেমন হিসাব দেবো তবে
আঁধার মাটি ঘরে৷

লম্বা দাঁড়ি মাথায় টুপি
নামাজ পড়ি বেশ,
পরের ঋণ মরবো লয়ে
ছিঁড়বে মাথার কেশ৷

ভাবের ঘরে রিপুর তাড়া
লোভটা খোলে আঁখি,
শেষ হলো না ঋণের বোঝা
উড়াল দিলো পাখি৷
°°°°°°°°°°°°°°°            
            
558 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 29 আগষ্ট 2020 14:14
শেয়ার করুন
এম.এ. কাইয়ুম

এম.এ. কাইয়ুম ১৯৭২ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ৩নং মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রাশিদ আলী ও মাতা মরহুমা সোনাবান বিবি৷ তাঁর প্রকাশিত বই প্রায় সাতটি (১) হৃদয়ে রাখিবো ডোর (২) অম্লান মুজিব (৩) যেওনা দক্ষিণা দ্বারে ইত্যাদি৷ তিনি পাঠক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.