রবিবার, 13 সেপ্টেম্বর 2020 22:22

এই তুমি স্বাধীনতা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এই তুমি স্বাধীনতা
                    
স্বাধীনতা তুমি!
রাজ পথে পড়ে থাকা যুবক
চাঁপাতি ক্ষতে লাশ,
স্বাধীনতা তুমি!
জননীর হৃদয় ভেজা অশ্রু 
বিলাপ কান্না হুঁতাশ৷

স্বাধীনতা তুমি!
তিন বছরের শিশু ধর্ষণের
বুক ফাটা দীর্ঘশ্বাস৷
স্বাধীনতা তুমি!
আশি বছর বৃদ্ধা নির্যাতিত
সমাজ যৌনতার দাস৷

স্বাধীনতা তুমি!
মাদ্রাসায় লাঞ্ছিত দগ্ধ বালিকা
বুক ফাটা চিৎকার,
স্বাধীনতা তুমি!
নিপিড়িত দিগম্বর জনতার
গোপন সংযম ধিক্কার৷

স্বাধীনতা তুমি!
ফুটপাতে মানুষ কুকুরেএকসাথে 
নিশি কর পার,
স্বাধীনতা তুমি!
স্বার্থের পিছে প্রতিদিন গলেতে
 হীরের ঝলক হার৷

স্বাধীনতা তুমি!
সূর্য ঢাকা পনেরো আগষ্ট 
মুজিব  হত্যার খুনি,
স্বাধীনতা তুমি!
বুলেট বোমার দক্ষ চালক 
গুণময়ী কুখ্যাত গুণী!

স্বাধীনতা তুমি!
পিলখানায় শ্রেষ্ঠ সম্পদ
নির্মম হত্যার ত্রাস,
স্বাধীনতা তুমি!
ভাই ভাইয়ে মানবতা নিষ্টুর
লাজ হীনতা গ্রাস৷

স্বাধীনতা তুমি!
পরকীয়ায় মগ্ন উথলে ওঠা 
সৈকতের মহা ঢেউ!
স্বাধীনতা তুমি!
মাতাল উম্মাদ গরীব দুখীর 
স্বজন হীনা কেউ!

স্বাধীনতা তুমি!
দেশদ্রোহী মিথ্যাবাদী ললনার
সদয় সজল লালনকারী,
স্বাধীনতা তুমি!
মহা বিষাদে আড়াল থেকে
চুপটি করে মারছ আড়ি!

স্বাধীনতা তুমি!
শিক্ষিত যুবকের চাকুরিতে
ঘুষের হোলি খেলা,
স্বাধীনতা তুমি!
চিকিৎসার নামে কসাইখানা
টাকা লুটের মেলা৷

স্বাধীনতা তুমি!
বৃদ্বাশ্রমে আশ্রিত ডিজিটাল যুগে
গুণী ছেলের মাতা,
স্বাধীনতা তুমি!
পর্দাহীন পশুত্ব ভাবের ভক্ত
বোন ভাগ্নি ও ভ্রাতা৷

স্বাধীনতা তুমি!
এখনও দাউদাউ করে জ্বলছে
একাত্তরের পীড়নের দান,
স্বাধীনতা তুমি!
দিয়েছ, অনেক দিয়েছ ব্যাথার
সেই নিঃস্ব প্রতিদান৷

স্বাধীনতা তুমি!
তোমায় দেখে কাদঁছে দেখো
মুজিব,জিয়া,ওসমানী
স্বাধীনতা তুমি!
আজো সেই অক্ষি লালে
বহাল তবিয়তে শাসানি৷
================            
            
464 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 14 সেপ্টেম্বর 2020 10:18
শেয়ার করুন
এম.এ. কাইয়ুম

এম.এ. কাইয়ুম ১৯৭২ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ৩নং মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রাশিদ আলী ও মাতা মরহুমা সোনাবান বিবি৷ তাঁর প্রকাশিত বই প্রায় সাতটি (১) হৃদয়ে রাখিবো ডোর (২) অম্লান মুজিব (৩) যেওনা দক্ষিণা দ্বারে ইত্যাদি৷ তিনি পাঠক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

এম.এ. কাইয়ুম এর সর্বশেষ লেখা

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.