সোমবার, 14 সেপ্টেম্বর 2020 21:42

সেই জগতে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সেই জগতে

এই জীবনে খোজ মানব 
পরম সুখে ফাগুন,
সামনে তোমার ঐ যে খাড়া
জাহান্নামের আগুন৷

ঐ জগতে আহার তোমার 
কাঁটা যুক্ত খানা,
কঠিন ক্ষণে স্বজন প্রীতি 
মিলবে না এক আনা৷

গলার ভিতর আটক রবে 
বিষাদের ই কাঁটা,
যেমন খুশি চলছো ভবে 
বুকের বড় পাটা৷

থাকবে সেথায় রক্ত পুঁজ 
যাহা হবে ভোজন,
সেথায় তুমি পাবে নাকো 
আপন কোন সুজন৷

তৃষ্ণা পেলে অনেক পাবে 
তপ্ত গরম জল,
জড়িয়ে ধরো লোভের গলে 
এইতো হাটের ফল৷

একটি ছোঁবল সাঁপের ব্যথা 
কাঁদবে চল্লিশ সাল,
কাটবে রে মন এমন হালে 
সেই অনন্ত কাল ৷

থাকতে সময় লওরে মন 
সু পথের খবর,
বাঁশ বাগানের আঁধার ঘর 
করো হে মনোহর৷
\___/\___/\___/            
            
474 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2020 01:30
শেয়ার করুন
এম.এ. কাইয়ুম

এম.এ. কাইয়ুম ১৯৭২ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ৩নং মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রাশিদ আলী ও মাতা মরহুমা সোনাবান বিবি৷ তাঁর প্রকাশিত বই প্রায় সাতটি (১) হৃদয়ে রাখিবো ডোর (২) অম্লান মুজিব (৩) যেওনা দক্ষিণা দ্বারে ইত্যাদি৷ তিনি পাঠক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

এই বিভাগে আরো: « একটু ভাবো বঙ্গবন্ধু »

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.