- পরিষদে লেখকদের লেখা
মন পাখি তুই
, কবিতা, লিখেছেনঃ প্রকাশ চন্দ্র
অবাক পৃথিবী
, কবিতা, লিখেছেনঃ মীর আব্দুল আউয়াল
সানুনয় প্রার্থনা
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
শরৎ যে বয়ে যায়
, কবিতা, লিখেছেনঃ রহিমা আক্তার লিলি
বিবাহ বিভ্রাট
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
কবি। কবিতা
, কবিতা, লিখেছেনঃ নাজমুল কবির
হেমন্ত
, কবিতা, লিখেছেনঃ রহিমা আক্তার লিলি
নিতল হৃদয়ে
, কবিতা, লিখেছেনঃ মীর আব্দুল আউয়াল
হবে মন একাকার
, ছড়া, লিখেছেনঃ বাবুল আহমদ
অন্তরঙ্গতা সন্ধান
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
একাকিনী
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
প্রথম দেখা
, ছড়া, লিখেছেনঃ বাবুল আহমদ
কর্ম জীবন
, ছড়া, লিখেছেনঃ বাবুল আহমদ
সপ্তাহের বাছাইকৃত লেখা সমূহ
অন্তরঙ্গতা সন্ধান
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
একাকিনী
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
কর্ম জীবন
, ছড়া, লিখেছেনঃ বাবুল আহমদ
গতর খাটা মানুষ
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
আলোর মেলা
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
আতিথেয়তা
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
কিছুটা সময়
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
পোষ মানা ক্ষুধা
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
প্রতিশ্রুতি
, কবিতা, লিখেছেনঃ মাহমুদ রেজা
সে এসেছিল
, কবিতা, লিখেছেনঃ মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল
মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।